ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নাসির উদ্দীন ইউসুফ

অবিনাশী আত্মা

প্রকাশিত: ০৪:০১, ১৫ জানুয়ারি ২০১৯

অবিনাশী আত্মা

তবে কি সেদিন ফেরেশতারা নেমে এসেছিল ভোরের কুয়াশা ভেদ করে শোলাকিয়ার ময়দানে? শীতের নরম রোদের ভেতর সারি সারি নীরব সফেদ অবয়ব গাঢ় শ্যামল বর্ণের অবিকল মানুষ বাকরুদ্ধ। দু’চোখে অশ্রুধারা। শরীরের তাপ শীতের বাতাসে উত্তাপ ছড়ায়। কে ওরা? ফেরেশতা তো নয়। ফেরেশতাদের শরীর তো শীতল আতর গোলাপের গন্ধ। কিন্তু এই জনমানবের শরীর তো বাংলার ধান পান আর মাছের আঁশটে গন্ধে ভরপুর। এরা কারা, সৈয়দ আশরাফ? তোমার শেষ প্রার্থনায় সারি বেঁধে নীরবে দাঁড়িয়ে শোকের মাতম বুকে। এরা তো বাংলার সেই মানুষ যারা মানুষকে ভালবেসে, দেশকে ভালবেসে বুক পেতে গুলি নিয়ে মৃত্যুকে আলিঙ্গন করতে জানে। এরা কেউ বা রংপুরের ফৈয়াজ খাঁ, কেউবা মেঘনা পাড়ের দবিরুদ্দিন শেখ, কেউবা চট্টগ্রামের ননী গোপাল, কেউবা পদ্মার দুরন্ত মাঝি আবু সুফিয়ান, কেউবা সিলেটের অনিল চন্দ্র দে, বিক্রমপুরের শাহজাহান মিয়া অথবা নেত্রকোনার সখিনা বিবি। সবাই এসেছে তোমাকে ভালবেসে শত খাল বিল নদী ক্ষেত মাঠ হাট পার হয়ে একবুক ভালবাসা নিয়ে। শোকের শোলাকিয়া তাই আজ ভালবাসার শোলাকিয়া বটে। একদা নূরুলদীন, তিতুমীর, সূর্যসেন, প্রীতিলতা, বরকত, সালাম, জব্বার, রফিক, সেলিম, দেলোয়ার, দিপালীদের ভালবেসে এবং অতি অবশ্যই শেখ মুজিবুর রহমানকে বুকে নিয়ে জয় বাংলা বলে লক্ষপ্রাণ যারা বাংলার স্বাধীনতার জন্য দিয়েছে অকাতরে, তাদেরই সন্তানরা আজ সমবেত অবনত তোমার ভালবাসার কাছে। তাই তো শোলাকিয়া আজ সয়লাব মানব জোয়ারে। ক্ষমতা ও অর্থের প্রতি তোমার নির্মোহ যাপন, মানুষ এবং দেশের প্রতি তোমার নিত্য ভালবাসার উদ্যাপন তোমাকে টেনে নিয়ে গেছে বাংলার মানুষের হৃদয়ের গভীরে। তুমি নব্যকালের যীশুর মতো তোমার দীর্ঘদেহ এবং স্ফটিক মন থেকে অকাতরে ঢেলেছ ভালবাসার সুধা। তুমিই তো ধর্মান্ধতার বিরুদ্ধে হাঁক দিয়েছ প্রলয়কারী ভেসে গেছে মিথ্যার আস্ফালন। স্মিতহাস্য দীর্ঘদেহী অজাতশত্রু সৈয়দ আশরাফ। তুমি শুভ্রকাফন মোড়া শুয়ে আছ বাংলার সেই মাটির গভীরে যাকে ভালবেসে তুমি সকল সুখ-স্বাচ্ছন্দ্য ত্যাগী নেমেছিল জনতার কাতারে, একাত্তরে। তারপর আমৃত্যু সেই মানুষকে ভালবেসে জীবন ঘষে আগুন সন্ধান করেছ। তোমার দেহ বাংলার মাটির বুকে আর তোমার অবিনাশী আত্মা ছুঁয়ে যায় কোটি মানুষের হৃদয়। হয়ত তুমি কুয়াশার চাদর ভেদ করে আকাশের উপর থেকে শোলাকিয়া, নেত্রকোনা অথবা ঢাকার জানাজায় জনসমুদ্র দেখে অশ্রুসজল হবে। এক দীর্ঘশ্বাসের সঙ্গে তোমারই অজান্তে গড়িয়ে পড়বে ক’ফোঁটা চোখের জল বাংলার মাটিতে। সে জল শুধু আমাদের জন্য ভালবাসার কথাই বলবে। তুমি অমর হে মৃত্যুঞ্জয়ী বীর। লেখক : মুক্তিযোদ্ধা সাংস্কৃতিক ব্যক্তিত্ব
×