ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

জোড়ামাথার যমজ শিশু হাঙ্গেরির হাসপাতালে ভর্তি

প্রকাশিত: ০৮:২১, ১৪ জানুয়ারি ২০১৯

জোড়ামাথার  যমজ শিশু  হাঙ্গেরির  হাসপাতালে  ভর্তি

জনকণ্ঠ ডেস্ক ॥ জোড়া মাথার যমজ শিশু রাবেয়া- রোকাইয়াকে রবিবার হাঙ্গেরি মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা ভাল আছে। এ তথ্য জানিয়েছেন শেখ হাসিনা বার্ন এ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়ক ডাঃ সামন্ত লাল সেন। খবর ওয়েবসাইটের। তিনি বলেন, ‘ওখানকার হাসপাতালে ওদের পরীক্ষা-নিরীক্ষা কিছু হয়েছে। ওখানে প্রচুর বরফ পড়ছে। তাই ওদের একটু ঠাণ্ডা লেগেছে। এ কারণে তাদের হাসপাতালে ভর্তি করাতেও দেরি হয়েছে। ২১ বা ২২ তারিখে তাদের প্রথম অস্ত্রোপচার হতে পারে।’ এর আগে ৫ জানুয়ারি হাঙ্গেরি পৌঁছায় শিশু রাবেয়া- রোকাইয়া। তাদের মা তাসলিমা খাতুন ও বাবা রফিকুল ইসলাম এবং বড় বোন তাসনিম তাদের সঙ্গে রয়েছে। হাঙ্গেরিতে রাবেয়া-রোকাইয়ার তৃতীয় অস্ত্রোপচার করা হবে। দেশে ফিরলে চতুর্থ অস্ত্রোপচার করে তাদের আলাদা করা হবে। তাদের বিমানের টিকেটসহ চিকিৎসার সব খরচ বহন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাবনার চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়নের আটলংকা গ্রামের স্কুলশিক্ষক রফিকুল ইসলাম ও তাসলিমা দম্পতির ঘরে মাথা জোড়া লাগানো অবস্থায় জন্ম নেয় যমজ শিশু রাবেয়া-রোকাইয়া। ২০১৬ সালের ১৬ জুন অপারেশনের মাধ্যমে জন্ম হয় তাদের। শিশু দুটিকে অপারেশনের মাধ্যমে আলাদা করা ব্যয়বহুল ও ঝুঁকিপূর্ণ। ইতোমধ্যে ঢাকায় বার্ন ইউনিটের চিকিৎসকেরা তাদের দুই দফা অস্ত্রোপচার করেছেন।
×