ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জামায়াতকে নিয়ে জোট করার জন্য এখন ক্ষমা চান

প্রকাশিত: ০৭:৫৪, ১৪ জানুয়ারি ২০১৯

জামায়াতকে নিয়ে জোট করার জন্য এখন ক্ষমা চান

স্টাফ রিপোর্টার ॥ জামায়াতে ইসলামীকে নিয়ে জাতীয় ঐক্যফ্রন্ট করার পর এখন ভুল স্বীকার করায় এ জোটের আহ্বায়ক ড. কামাল হোসেনকে ধন্যবাদ জানিয়েছেন বিকল্পধারার প্রেসিডেন্ট অধ্যাপক ডাঃ এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী। ড. কামালকে উদ্দেশ করে তিনি বলেন, জামায়াকে নিয়ে জোট করে যে ভুল করেছেন তার জন্য এখন ক্ষমা চান। রবিবার রাজধানীর বিএমএ মিলনায়তনে বিকল্প যুবধারা আয়োজিত নবনির্বাচিত সংসদ সদস্য বিকল্প ধারার মহাসচিব মেজর (অব.) আব্দুল মান্নান ও সিনিয়র যুগ্ম মহাসচিব মাহী বি চৌধুরীর সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় তিনি বিএনপিকে সংসদে যাওয়ার আহ্বান জানান। বি চৌধুরী বলেন, ড. কামাল হোসেন বলেছেন, উনি জানতেন না যে জামায়াতের সঙ্গে ঐক্য হতে চলেছে। বিশ্বাস করতে ইচ্ছে হয় না যে উনি তা জানতেন না? তবুও আমি খুশি হয়েছি, এত দিন পরেও তার উপলব্ধি হয়েছে। আজকে প্রমাণ হয়েছে আমরা বিকল্পধারা এত দিন যে কথা বলেছি, সে কথা সঠিক। কামাল হোসেনের আজকে বলা উচিত ছিল, তখন আপনাদের বিশ্বাস না করা ভুল ছিল। ওই টুকু যখন বলেছেন, তখন বাকিটুকুও বলতে পারতেন। তিনি আরও বলেন, বিকল্প ধারার কাছে কামাল হোসেনের ক্ষমা চাওয়া উচিত ছিল। বিএনপিকে সংসদে যাওয়ার আহ্বান জানিয়ে বিকল্পধারার প্রেসিডেন্ট অধ্যাপক ডাঃ এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী বলেন, বিএনপির উচিত হবে জাতীয় সংসদে বিরোধী দল হিসেবে তাদের সঠিক ভূমিকা রাখা। বিএনপিকে সরকারের ভুলত্রুটি এবং নিজেদের ভুলত্রুটি তুলে ধরতে হবে। এটা ভবিষ্যতে দেশে গণতান্ত্রিক রাজনীতি চর্চার জন্য অপরিহার্য। সঠিকভাবে গণতন্ত্রের চর্চা না হলে, সংসদে বিরোধী দল যোগদান না করলে একদিকে বিরোধী দলের ভবিষ্যত এবং অন্যদিকে দেশের গণতান্ত্রিক ভবিষ্যত অনিশ্চিত হয়ে পড়তে পারে। বিকল্প যুবধারার সভাপতি উপাধ্যক্ষ আসাদুজ্জামান বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিকল্পধারার প্রেসিডিয়াম সদস্য শমসের মবিন চৌধুরী, ইঞ্জিনিয়ার মুহাম্মদ ইউসুফ, সহ-সভাপতি মাহমুদা চৌধুরী প্রমুখ।
×