ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

পোল্যান্ডে গ্রেফতার হুয়াওয়ে কর্মকর্তা চাকরিচ্যুত

প্রকাশিত: ০৫:৪৫, ১৪ জানুয়ারি ২০১৯

  পোল্যান্ডে গ্রেফতার  হুয়াওয়ে কর্মকর্তা চাকরিচ্যুত

জনকণ্ঠ ডেস্ক ॥ চীনের হয়ে গুপ্তচরবৃত্তি চালানোর অভিযোগ ওঠায় পোল্যান্ডে গ্রেফতার হওয়া এক কর্মকর্তাকে প্রতিষ্ঠান থেকে বহিষ্কার করেছে হুয়াওয়ে। মার্কিন সংবাদমাধ্যমে এক প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, দেশটির সরকারী গ্রাহকদের কাছে প্রতিষ্ঠানের পণ্য বিক্রির দায়িত্বে ছিলেন ওয়াং উইশিং নামের ওই কর্মকর্তা। গুপ্তচরবৃত্তির সন্দেহে আগের সপ্তাহে তাকে গ্রেফতার করে পোল্যান্ড পুলিশ। খবর ওয়াল স্ট্রিট জার্নালের। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানটি এক বিবৃতিতে বলে, ওই কর্মী প্রতিষ্ঠানের ‘মানহানি’ করেছন। ‘তার কার্যক্রমের সঙ্গে প্রতিষ্ঠানের কোন সম্পর্ক নেই এবং আমরা যে কোন দেশেই আইন মেনে চলি।’ পোল্যান্ডকে হুয়াওয়ের জন্য গুরুত্বপূর্ণ একটি বাজার হিসেবে বিবেচনা করা হয়। হুয়াওয়ের যন্ত্রাংশ ঝুঁকিপূর্ণ বিবেচনা করে ইতোমধ্যেই প্রতিষ্ঠানের পণ্য নিষিদ্ধ করেছে যুক্তরাষ্ট্রসহ অনেক দেশ। এবার পোল্যান্ডে প্রতিষ্ঠানের কর্মী গ্রেফতার হওয়ায় ‘হুয়াওয়ে জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ’ মার্কিন যুক্তরাষ্ট্রের এমন ভীতি আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে। শুরু থেকেই গুপ্তচরবৃত্তির অভিযোগ অস্বীকার করে আসছে স্মার্টফোন নির্মাতা চীনা প্রতিষ্ঠানটি। তবে, এবার পোল্যান্ডে একই অভিযোগে তাদের কর্মী গ্রেফতার হওয়ায় অনেক কিছুই বদলে যেতে পারে।
×