ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

তীব্র শীতে কাঁপছে কুড়িগ্রাম

প্রকাশিত: ০৫:৪১, ১৪ জানুয়ারি ২০১৯

  তীব্র শীতে কাঁপছে  কুড়িগ্রাম

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ কুড়িগ্রামে শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। উত্তরের হিমেল হাওয়ায় কাঁপছে মানুষ ও গবাদি পশু। অসুস্থ হয়ে পড়ছে বৃদ্ধ ও শিশুরা। সন্ধ্যার পর অত্যধিক ঠান্ডার কারণে চর-দ্বীপচর এলাকার মানুষ চরম দুর্ভোগে পড়েছে। বেলা ১১টা পর্যন্ত কনকনে ঠান্ডার কারণে কৃষক ও দিনমজুররা মাঠে নামতে না পারায় ব্যাহত হচ্ছে বোরো চারা রোপণ। গরম কাপড়ের অভাবে দুর্ভোগ বেড়েছে স্বল্প আয়ের মানুষজনের। অব্যাহত শীতের কারণে ফুটপাথের দোকানগুলোতে শীত বস্ত্রের দাম কয়েকগুণ বেড়েছে। শৈত্য প্রবাহের কারণে কুড়িগ্রাম হাসপাতালে প্রতিদিন ৭শ’ মানুষ শীতজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছে। রবিবারও সদর হাসপাতালের শিশু বিভাগে ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা ৩১ জন ও নিউমোনিয়াসহ শীতজনিত বিভিন্ন রোগে ৫৪ শিশু হাসপাতালে ভর্তি রয়েছে। হাসপাতালে মোট ২শ’ ৩৭ রোগী ভর্তি হয়ে চিকিৎসাধীন রয়েছে। কুড়িগ্রামের রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা গেছে, রবিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ দশমিক ৮ ডিগ্রী সেলসিয়াস।
×