ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মুশফিকের বিধ্বংসী ব্যাটিংয়ে চিটাগংয়ের জয়, রংপুরকে হারাল রাজশাহী

প্রকাশিত: ০৫:৪০, ১৪ জানুয়ারি ২০১৯

মুশফিকের বিধ্বংসী ব্যাটিংয়ে চিটাগংয়ের জয়, রংপুরকে হারাল রাজশাহী

মিথুন আশরাফ ॥ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বিপিএলের ষষ্ঠ আসরের প্রথম পর্বের খেলা শেষ হয়েছে। মঙ্গলবার থেকেই সিলেট পর্বের খেলা শুরু হবে। প্রথম পর্বের প্রথম ম্যাচেও হেরেছে মাশরাফির রংপুর রাইডার্স। শেষ ম্যাচেও হেরেছে। রবিবার রাজশাহী কিংসের কাছে শেষ ওভারে মুস্তাফিজ ঝলকে ৫ রানে হেরেছে রংপুর। মুশফিকের (৭৫) বিধ্বংসী ব্যাটিংয়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ৪ উইকেটে হারিয়ে জয় তুলে নেয় চিটাগং ভাইকিংস। পয়েন্ট তালিকাতে কুমিল্লাকে চতুর্থ স্থানে ঠেলে দিয়ে দ্বিতীয় স্থানেও উঠে আসে চিটাগং। দিনের প্রথম ম্যাচে টস হেরে আগে ব্যাটিং করে রাজশাহী। খুব বেশি রান যে স্কোরবোর্ডে যোগ করতে পারে, তা নয়। জাকির হাসানের অপরাজিত ৪২ রানে ৮ উইকেট হারিয়ে ২০ ওভারে ১৩৫ রান করতে পারে রাজশাহী। মাশরাফি বিন মর্তুজা ও ফরহাদ রেজা ২টি করে উইকেট নেন। এই রান অতিক্রম করতে গিয়ে রংপুরের হারা সবার কাছেই আশ্চর্য্যরে মনে হয়েছে। জেতা ম্যাচ যেন হেরে গেছে রংপুর। তবে রংপুরের হারার চেয়েও শেষ ওভারে বিস্ময় বোলিং করেছেন যে ‘কাটার মাস্টার’ মুস্তাফিজুর রহমান, সেটিই সবার আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে। শেষ ওভারে জিততে রংপুরের ৯ রানের দরকার থাকে। মুস্তাফিজ কী অসাধারণ বোলিং করেন, ৩ রানের বেশি ইনফর্ম ব্যাটসম্যান রাইলি রুশো ও রেজা মিলে নিতে পারেননি। রুশো শেষপর্যন্ত অপরাজিত ৪৪ রান করেও দলকে জেতাতে পারেননি। মুস্তাফিজ শেষওভারে এমনই বোলিং ঝলকানি দেখান, হেরে যায় রংপুর। ৬ উইকেট হারিয়ে ২০ ওভারে ১৩০ রান করতে পারে রংপুর। এই হারে ৫ ম্যাচে ২ জয় নিয়ে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থান থেকে তৃতীয় স্থানে নেমে যায় রংপুর। রংপুরকে হারিয়ে রাজশাহীও ৪ ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট পেয়েছে। দ্বিতীয় ম্যাচে টস হেরে আগে ব্যাটিং করে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। শ্রীলঙ্কান অলরাউন্ডার থিসারা পেরেরা বিপিএল খেলতে নামেন। নেমেই বিধ্বংসী ব্যাটিং করেন। ২৬ বলে ৩ চার ও ৮ ছক্কায় করা পেরেরার অপরাজিত ৭৪ রানে ৫ উইকেট হারিয়ে ২০ ওভারে ১৮৪ রান করে কুমিল্লা। মোহাম্মদ সাইফউদ্দিনকে (২৬*) সঙ্গে নিয়ে ষষ্ঠ উইকেটে ৯৮ রানের জুটি গড়েন পেরেরা। এবার বিপিএলে নিজের প্রথম ম্যাচেই পেরেরা বুঝিয়ে দিলেন, জৌলুস ছড়াবেন। ২০ বলেই হাফসেঞ্চুরি করে ফেলেন পেরেরা। রবি ফ্রাইলিঙ্কের করা ১৯তম ওভারেতো ৩০ রান নিয়ে নেন পেরেরা। ওভারটিতে চার ছক্কা ও এক চার হাঁকান। ৮৬ রানেই ৫ উইকেট হারায় কুমিল্লা। সেখান থেকে একাই দলকে এতদূর নেন পেরেরা। সানজামুল ইসলামের করা ১৫তম ওভারে তিন ছক্কা হাঁকিয়ে পেরেরার ধুন্ধুমার ব্যাটিং শুরু হয়। ১৭ ওভারে ১২৪ রান ছিল কুমিল্লার, সেখান থেকে শেষ তিন ওভারে পেরেরার ব্যাটিং ঝলকে স্কোরবোর্ডে ৬০ রান যোগ হয়। পেসার খালেদ আহমেদ ৩ উইকেট নেন। এত বড় স্কোর অতিক্রম করতে গিয়ে চিটাগং ওপেনার মোহাম্মদ শাহজাদও ত্রাস ছড়ান। শুরু থেকেই ছক্কা-চার হাঁকাতে থাকেন। মেহেদী হাসানের করা দ্বিতীয় ওভারে দুই ছক্কা, এক চার হাঁকান। ৫ ওভারেই স্কোরবোর্ডে ৫৮ রান যোগ হয়ে যায়। শাহজাদ এরমধ্যে ৪৩ রান করে ফেলেন। এমন রানের সময় ডেলপোর্ট আউট হতেই রানের গতি কমে যায়। দলের ৭০ রানের সময় ২৭ বলে ৪৬ রান করা শাহজাদ যখন আফ্রিদির বলে আউট হয়ে যান, তখন চিটাগংয়ের জয়ের আশাও যেন শেষ হয়ে যাওয়ার উপক্রম হয়। তবে মুশফিকুর রহীম এদিন দেখান ঝলক। ভয়ঙ্কর ব্যাটিং করেন। ৩০ বলেই হাফসেঞ্চুরি করে ফেলেন মুশফিক। সাইফউদ্দিনের করা ১৭তম ওভারের দ্বিতীয় ও তৃতীয় বলে চার-ছক্কা হাঁকানোর সঙ্গে ওভারটিতে ১৫ রান নেন মুশফিক। তাতে করে ১৮ বলে জিততে ৩৮ রান লাগে। জয়ের আশা আবারও জেগে যায়। আবু হায়দার রনির করা ১৮তম ওভারের প্রথম বলেই ছক্কা হাঁকান মুশফিক। বলটি ফুলটস হয়ে ‘নো’ হয়। কিন্তু লেগ আম্পায়ার নাদির শাহ তা দেননি। তৃতীয় বলে মোসাদ্দেক হোসেন সৈকতও ছক্কা হাঁকান। চতুর্থ বলেও বাউন্ডারি হয়। কিন্তু এলবিডাবলিউ সন্দেহে আম্পায়ার আউটের সিদ্ধান্ত দেয়ায় সেই বাউন্ডারি হয়নি। রান হওয়ার আগেই আম্পায়ার কোন সিদ্ধান্ত দিলে সেটিই আগে গৃহীত হয়। রিভিউ নিয়ে বাচেন মুশফিক। কিন্তু ৪ রান যোগ হয়নি। ওভারটিতে ১৪ রান হয়। ১২ বলে জিততে ২৪ রান লাগে। সাইফউদ্দিনের করা ১৯তম ওভারের প্রথম বলে সৈকত আউট হয়ে যান। ব্যাট হাতে নামেন ধুন্ধুমার ব্যাটিং করা ফ্রাইলিঙ্ক। যিনি শনিবার খুলনা টাইটান্সের সঙ্গে ম্যাচে চিটাগংকে জেতান। ওভারটির শেষ বলে মুশফিক (৪১ বলে ৭ চার ও ৪ ছক্কায় ৭৫ রান) আউট হয়ে যান। তবে ওভারটিতে ১৭ রান হয়। ৬ বলে জিততে ৭ রানের প্রয়োজন থাকে। ডসনের করা ২০তম ওভারের প্রথম বলে ব্যাটই লাগাতে পারেননি ফ্রাইলিঙ্ক। দ্বিতীয় বলে ১ রান হয়। তৃতীয় বলেও হয় ১ রান। ৩ বলে জিততে ৫ রান লাগে। চতুর্থ বলে ফ্রাইলিঙ্ক ছক্কা হাঁকিয়ে চিটাগংকে জেতান। ৬ উইকেট হারিয়ে ১৯.৪ ওভারে ১৮৬ রান করে জিতে চিটাগং। মুশফিক বিধ্বংসী ব্যাটিং করে চিটাগংকে জেতান।
×