ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

জোহানেসবার্গ টেস্টে চালকের আসনে দ. আফ্রিকা

প্রকাশিত: ০৪:৫৭, ১৪ জানুয়ারি ২০১৯

 জোহানেসবার্গ টেস্টে চালকের আসনে দ. আফ্রিকা

স্পোর্টস রিপোর্টার ॥ জোহানেসবার্গ টেস্টে পুরোপুরি চালকের আসনে দক্ষিণ আফ্রিকা। দুই ইনিংসে যথাক্রমে ২৬২ ও ৩০৩ রানে অলআউট স্বাগতিকরা জয়ের জন্য পাকিস্তানকে ৩৮১ রানের ‘বিশাল’ লক্ষ্য ছুড়ে দিয়েছে। তৃতীয় দিন চা-বিরতিতে এ রিপোর্ট লেখার সময় কোন উইকেট না হারিয়ে সফরকারীদের সংগ্রহ ১ উইকটে ৭১। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চতুর্থ ইনিংসে পাকিস্তান কখনও আড়াই শ’র বেশি রান করে জিততে পারেনি। তিন শ’র ওপরে রান করে দু-বার ম্যাচ ড্র করেছিল, সেটিও পয়মন্ত আরব আমিরাতে, দক্ষিণ আফ্রিকায় নয়। জোহানেসবার্গে সেটিও বেশ কঠিন। কারণ খেলা আজ মাঠে গড়িয়ে থাকলে আরও দু-দিন বাকি, দীর্ঘক্ষণ সরফরাজ আহমেদদের ক্রিজে টিকে থাকাটাও তো অসম্ভব। প্রথম ইনিংসে তারা গুটিয়ে গিয়েছিল মাত্র ১৮৫ রানে। তবে দলটা যেহেতু ‘আনপ্রেডিক্টেবল’ পাকিস্তান, সমর্থকদের তাই সবকিছুর জন্যই প্রস্তুত থাকতে হয়! আগের দিনে ৫ উইকেটে ১৩৫ রান করতে পেরেছিল স্বাগতিক দক্ষিণ আফ্রিকা । তৃতীয় দিন সকালে দুই অপরাজিত ব্যাটসম্যান অবিচ্ছিন্ন থাকেন ১৯৫ রান পর্যন্ত। হাশিম আমলা ৭১ রান করে আউট হওয়ার পরে পুরো দায়িত্বটা নিজের কাঁধে নিয়ে নেন উইকেটরক্ষক ব্যাটসম্যান কুইন্টন ডি কক। প্রায় দুই বছর পরে সেঞ্চুরির দেখা পান ডি কক। ক্যারিয়ারের চতুর্থ টেস্ট সেঞ্চুরিতে তার ব্যাট থেকে আসে ১২৯ রানের সংগ্রহ। শেষের ৪ ব্যাটসম্যানকে নিয়েই ১০৮ রান যোগ করেন তিনি। দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকা অলআউট হয় ৩০৩ রানে। প্রথম ইনিংসের ৭৭ নিয়ে দক্ষিণ আফ্রিকার মোট লিড দাঁড়ায় ৩৮০। টানা দুই হারে এরই মধ্যে সিরিজ খোয়ানো সরফরাজ আহমেদের দল এখন রীতিমতো ‘হোয়াইটওয়াশের’ শঙ্কায় কাঁপছে। টেস্ট ক্রিকেটের প্রায় দেড় শ’ বছরের ইতিহাসে সাড়ে তিন শ’র বেশি রানের লক্ষ্য তাড়া করে জয়ের রেকর্ড রয়েছে মাত্র ১০টি। যেখানে ৩৮০ রানের বেশি তাড়া করে জয় এসেছে ৭ ম্যাচে।
×