ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

রাজশাহীতে বিমানের যান্ত্রিক ত্রুটি, ফ্লাইট বাতিল

প্রকাশিত: ০৪:০৮, ১৪ জানুয়ারি ২০১৯

 রাজশাহীতে বিমানের যান্ত্রিক ত্রুটি, ফ্লাইট বাতিল

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ যান্ত্রিক ত্রুটি দেখা দেয়ায় রাজশাহীর হযরত শাহ মখদুম (রহ) বিমানবন্দরেই থেকে গেছে বাংলাদেশ বিমানের (বাংলাদেশ-৪৯২) একটি প্লেন। বাতিল করা হয়েছে বিমানের ওই ফ্লাইট। শনিবার বেলা তিনটায় প্লেনটি রাজশাহী থেকে ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরের উদ্দেশে ওড়ার কথা ছিল। তবে রবিবার বিকেল পর্যন্ত বিমানটি রাজশাহীতেই রয়েছে। রাজশাহীর হযরত শাহ মখদুম বিমানবন্দরের ব্যবস্থাপক সেতাফুর রহমান জানান, শনিবার দুপুর আড়াইটায় বাংলাদেশ বিমানের ওই প্লেনটি ঢাকা থেকে যাত্রী নিয়ে শাহ মখদুম বিমানবন্দরে পৌঁছায়। বেলা ৩টায় ৭৪ জন যাত্রী নিয়ে আবারও ঢাকায় যেতে রানওয়ে ছুঁয়ে প্লেনটি আকাশে উড্ডয়নের চেষ্টা করে। তখন অভ্যন্তরে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। দুইবার চেষ্টা করেও প্লেনটি উড্ডয়নে ব্যর্থ হয়। এ সময় ফ্লাইটটি বাতিল করা হয়। পরে ওই প্লেনটি শাহ মখদুম বিমানবন্দরেই থেকে যায়। ব্যবস্থাপক সেতাফুর রহমান আরও জানান, বিমানের পাইলট তাকে যান্ত্রিক ত্রুটির কথা জানিয়েছেন। রবিবার ঢাকা থেকে বিমানের ইঞ্জিনিয়াররা রাজশাহী এসে কাজ শুরু করেছেন। তারা ত্রুটি পরীক্ষা করছেন। এর পরই প্লেনটি যাত্রী নিয়ে আবারও ঢাকায় ফিরে যাবে। তবে রবিবার বিকেল পর্যন্ত তা ঠিক হয়নি। রাজশাহী বিমানবন্দর থানার ওসি নূরে আলম সিদ্দিকী জানান, বিমানের ওই ফ্লাইট বাতিল হওয়ায় ফিরে যাওয়া যাত্রীদের পরিবহনের ব্যবস্থা করে দেয়া হয়। প্লেনটিতে যাত্রী হিসেবে সরকারের একজন অতিরিক্ত সচিব, কয়েকজন বিদেশীসহ ৭৪ জন যাত্রীই পূর্ণ ছিল বলেও জানান বিমানবন্দর থানার ওসি।
×