ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্য যুদ্ধে লাভবান হবে দক্ষিণ-পূর্ব এশিয়া

প্রকাশিত: ০৪:০৮, ১৪ জানুয়ারি ২০১৯

চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্য যুদ্ধে লাভবান হবে  দক্ষিণ-পূর্ব এশিয়া

অর্থনৈতিক রিপোর্টার ॥ চীন-যুক্তরাষ্ট্রের বাণিজ্য যুদ্ধে সাময়িক ক্ষতির মুখে পড়লেও সামগ্রিকভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলো লাভবান হবে। এমনটা উঠে এসেছে গবেষণা প্রতিষ্ঠান বাইন এন্ড কোর পর্যালোচনায়। সাময়িকভাবে চীন যুক্তরাষ্ট্রের বাণিজ্য যুদ্ধে টেক্সটাইল ও ইলেক্ট্রনিক্স পণ্যের রফতানিতে প্রভাব পড়ছে। পর্যালোচনা বলছে, বহুমুখী কোম্পানিগুলো চীন-যুক্তরাষ্ট্রের বাইরে ‘এসোসিয়েশন অব সাউথইস্ট এশিয়ান নেশনস’ আশিয়ানের সঙ্গে বাণিজ্য পরিচালনার পরিকল্পনা করছে। আশিয়ানে রয়েছে সিঙ্গাপুর, থাইল্যান্ড ও ভিয়েতনামের মতো দেশ। ছোট ও মাঝারি আকারের কোম্পানিগুলো নতুন প্রযুক্তির মধ্য দিয়ে এ অঞ্চলে ট্রিলিয়ন ডলারের বাজার তৈরি করতে পারে বলে মনে করে গবেষণা প্রতিষ্ঠানটি।
×