ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অনুমোদিত মূলধন বাড়াবে মুন্নু সিরামিক

প্রকাশিত: ০৪:০৪, ১৪ জানুয়ারি ২০১৯

  অনুমোদিত মূলধন বাড়াবে মুন্নু সিরামিক

শেয়ারবাজারে তালিকাভুক্ত সিরামিক খাতের মুন্নু সিরামিকের পরিচালনা পর্ষদ অনুমোদিত মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, কোম্পানিটির অনুমোদিত মূলধন ৫০ কোটি টাকা থেকে বাড়িয়ে ১০০ কোটি টাকা করা হবে। এজন্য শেয়ারহোল্ডারদের অনুমোদন নিবে কোম্পানিটি। শেয়ারহোল্ডারদের অনুমোদন নেয়ার জন্য কোম্পানিটি বিশেষ সাধারণ সভার (ইজিএম) আহ্বান করেছে। আগামী ৬ মার্চ সকাল ১০টায়, ইসলামপুর, ধামরাই, ঢাকাতে ইজিএম অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৭ ফেব্রুয়ারি। -অর্থনৈতিক রিপোর্টার
×