ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

এক মাসে আনালিমা ইয়ার্নে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে ১০ শতাংশ

প্রকাশিত: ০৪:০২, ১৪ জানুয়ারি ২০১৯

 এক মাসে আনালিমা ইয়ার্নে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে  ১০ শতাংশ

অর্থনৈতিক রিপোর্টার ॥ শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি আনালিমা ইয়ার্নের এক মাসে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে ১০ শতাংশ। নিয়মিত নগদ লভ্যাংশ প্রদান করা কোম্পানিটিতে আগামীতে প্রবৃদ্ধি আরও বাড়তে পারে এমন আশাবাদের কারণে গত মাসে বিনিয়োগকারীদের নজরে আসে। বাজার বিশ্লেষণে দেখা গেছে, বিগত ২০১৮ অর্থবছরে কোম্পানিটির পরিচালনা পর্ষদ বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। গত ২০১৪ সাল থেকে কোম্পানিটির নিয়মিতভাবে ১০ শতাংশ করে নগদ লভ্যাংশ প্রদান করে আসছে। ডিএসইর ওয়েসবাইট সূত্রে জানা গেছে, গত ডিসেম্বর মাসে ১৭ কোটি ৮৬ লাখ টাকা পরিশোধিত মূলধনের কোম্পানিটির উদ্যোক্তাদের কাছে ৪৭.২২ শতাংশ শেয়ার, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৬.০৭ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৩৬.৭১ শতাংশ শেয়ার ধারণ করেছে। আগের মাসে সাধারণ বিনিয়োগকারীদের কাছে কোম্পানিটির ধারণ করা শেয়ারের পরিমাণ ছিল ৪৬.৬৯ শতাংশ। যা ১০ শতাংশ কমে ডিসেম্বর মাসে ৩৬.৭১ শতাংশে দাঁড়িয়েছে। অর্থাৎ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে অন্যতম আকর্ষণীয় কোম্পানিতে পরিণত হয়েছে কোম্পানিটি। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কোম্পানিটির ৬০০ মেগাওয়াটের পাওয়ার প্লান্ট নির্মাণের উদ্যোগ নিতে যাচ্ছে। একইসঙ্গে কোম্পানিটি পাট থেকে সুতা তৈরির প্রকল্পও হাতে নিয়েছে। রবিবার সপ্তাহের প্রথম কার্যদিবসে কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বোচ্চ ৪১.৯০ টাকায় লেনদেন হয়েছে। তবে দিনশেষে কোম্পানিটির সমন্বয় মূল্য দাঁড়িয়েছে ৪০.৪০ টাকা।
×