ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

উৎপাদনে যাচ্ছে প্যারামাউন্ট টেক্সটাইলের বিদ্যুতকেন্দ্র

প্রকাশিত: ০৪:০১, ১৪ জানুয়ারি ২০১৯

 উৎপাদনে যাচ্ছে প্যারামাউন্ট টেক্সটাইলের বিদ্যুতকেন্দ্র

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে তালিকাভুক্ত প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেডের মালিকানাধীন ২০০ মেগাওয়াট ক্ষমতার বিদ্যুতকেন্দ্রটি আগামী সপ্তাহে বাণিজ্যিক উৎপাদন শুরু করতে পারে। বর্তমানে বিদ্যুতকেন্দ্রটিতে পরীক্ষামূলক উৎপাদন চলছে। এখন পর্যন্ত কেন্দ্রটিতে কোন ধরনের সমস্যা বা ত্রুটি দেখা যায়নি। এ অবস্থা থাকলে আগামী সপ্তাহে বিদ্যুত বিভাগ এ কেন্দ্রটিকে বাণিজ্যিক উৎপাদনের সনদ দিতে পারে। উল্লেখ, পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেড ও বাংলা ট্র্যাক এনার্জি যৌথভাবে কনসোর্টিয়াম গঠন করে সিরাজগঞ্জের বাঘাবাড়িতে ওই বিদ্যুতকেন্দ্রটি স্থাপন করেছে। বিধি অনুসারে, বাংলাদেশ বিদ্যুত উন্নয়ন বোর্ড (বিপিডিপি) ওই বিদ্যুতকেন্দ্রের উৎপাদিত সব বিদ্যুত কিনে নেবে। বিপিডিপি এই বিদ্যুতকেন্দ্র থেকে ১৯ টাকা ৯৬ পয়সা দরে প্রতি ইউনিট বিদ্যুত কিনবে। গত বছরের ৭ ফেব্রুয়ারি এ সংক্রান্ত বিপিডিপির প্রস্তাবটি অনুমোদন করে সরকারী ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
×