ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ব্লক মার্কেটে ১১ কোটি টাকা লেনদেন

প্রকাশিত: ০৪:০১, ১৪ জানুয়ারি ২০১৯

  ব্লক মার্কেটে ১১ কোটি  টাকা লেনদেন

অর্থনৈতিক রিপোর্টার ॥ রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ১৩টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। কোম্পানিগুলোর প্রায় ১১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, কোম্পানিগুলোর মোট ২২ লাখ ৪৫ হাজার ৩৪টি শেয়ার ৪২ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ১০ কোটি ৯৪ লাখ ৪৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি টাকার শেয়ার লেনদেন হয়েছে ড্যাফোডিল কম্পিউটার্সের। কোম্পানিটির ৩ কোটি ৮৫ লাখ ১১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ ২ কোটি ৫৪ লাখ ৬০ হাজার টাকার ইউনাইটেড ইন্স্যুরেন্সের এবং তৃতীয় সর্বোচ্চ ২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে ফনিক্স ইন্স্যুরেন্সের। বিবিএস ক্যাবলসের ৫৬ লাখ টাকার, সিটি ব্যাংকের ৬ লাখ ৪৭ হাজার টাকার, ইনটেকের ৭ লাখ ১০ হাজার টাকার, জেএমআই সিরিঞ্জের ২১ লাখ ১৩ হাজার টাকার, খুলনা পাওয়ারের ৬ লাখ ৬৫ হাজার টাকার, লিগ্যাসি ফুটওয়্যারের ২৬ লাখ ৮ হাজার টাকার, মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের ৫ লাখ ১ হাজার টাকার, রিপাবলিক ইন্স্যুরেন্সের ৭ লাখ ৫০ হাজার টাকার, স্যোসাল ইসলামী ব্যাংকের ৭ লাখ ১৪ হাজার টাকার এবং ভিএফএস থ্রেড ডাইংয়ের ১ কোটি ১১ লাখ ৬৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
×