ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সঞ্চিতির কারণে লোকসানে বে-লিজিং

প্রকাশিত: ০৪:০১, ১৪ জানুয়ারি ২০১৯

 সঞ্চিতির কারণে লোকসানে বে-লিজিং

অর্থনৈতিক রিপোর্টার ॥ ঋণের বিপরীতে নিরাপত্তা সঞ্চিতির (প্রভিশনিং) কারণে শেয়ারবাজারে তালিকাভুক্ত বে লিজিং এ্যান্ড ইনভেস্টমেন্টসের লোকসান। সঞ্চিতির কারণে কোম্পানিটির ২০১৮ সালের ৩ প্রান্তিকের বা ৯ মাসের (জানুয়ারি-সেপ্টেম্বর) ব্যবসায় লোকসান হয়েছে। যে কোম্পানিটির আগের বছরের একই সময়ে কোন সঞ্চিতি গঠন করতে হয়নি। বে লিজিংয়ের ৩য় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক হিসাব থেকে এ তথ্য জানা গেছে কোম্পানিটির ২০১৮ সালের ৯ মাসে ২ কোটি ৮৬ লাখ টাকা বা শেয়ার প্রতি ০.২১ টাকা লোকসান হয়েছে। তবে ২০১৭ সালের একইসময়ে ১৩ কোটি ১ লাখ টাকা বা শেয়ার প্রতি ০.৯৫ টাকা মুনাফা হয়েছিল। দেখা গেছে, বে-লিজিংয়ের বিনিয়োগের মূল্য হ্রাস ও ঋণের কারণে ২০১৮ সালের ৯ মাসে সঞ্চিতি গঠন করতে হয়েছে। যা মুনাফায় সবচেয়ে বেশি নেতিবাচক প্রভাব ফেলেছে। কোম্পানিটির আগের বছরের ৯ মাসে কোন সঞ্চিতি গঠন করতে না হলেও এ বছর ৫ কোটি টাকার সঞ্চিতি করা লেগেছে। যে কারণে সঞ্চিতি পূর্ব মুনাফার বে-লিজিং লোকসানে পতিত হয়েছে। কোম্পানিটির ২০১৮ সালের ৯ মাসে বিনিয়োগ থেকে তথা লভ্যাংশ, ক্যাপিটাল গেইন ইত্যাদি থেকে আয় হয়েছে মাত্র ৩ কোটি ৬৫ লাখ টাকা। যার পরিমাণ আগের বছরের একই সময়ে হয়েছিল ৮ কোটি ৫৫ লাখ টাকা। এ হিসাবে বিনিয়োগ থেকে আয় কমেছে ৪ কোটি ৯০ লাখ টাকা বা ৫৭ শতাংশ। এদিকে বে-লিজিংয়ের প্রদত্ত ঋণের বিপরীতে সুদজনিত আয় বাড়লেও তার তুলনায় বেশি হারে ব্যয় বেড়েছে ডিপোজিট ও ধারকৃত অর্থের জন্য সুদ। যাতে সুদজনিত আয় বাড়লেও লোকসান ঠেকানো যায়নি। দেখা গেছে, আগের বছরের ৯ মাসে ৮৪ কোটি টাকার সুদজনিত আয় এবার বেড়ে হয়েছে ১০১ কোটি ৪৫ লাখ টাকা। আর ডিপোজিটের জন্য ৭১ কোটি ২৩ লাখ টাকার সুদজনিত ব্যয় বেড়ে হয়েছে ৯৫ কোটি ৮৬ লাখ টাকা। যাতে নিট সুদজনিত আয় আগের বছরের ১২ কোটি ৭৭ লাখ টাকা থেকে কমে হয়েছে ৫ কোটি ৫৯ লাখ টাকা। উল্লেখ্য, রবিবার বে-লিজিংয়ের শেয়ার দর দাঁড়িয়েছে ২০.১০ টাকা।
×