ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

মানবসম্পদ গড়তে চাই বিশ্বমানের শিক্ষা ॥ ইউজিসি চেয়ারম্যান

প্রকাশিত: ০৩:৪৯, ১৪ জানুয়ারি ২০১৯

 মানবসম্পদ গড়তে চাই বিশ্বমানের  শিক্ষা ॥ ইউজিসি  চেয়ারম্যান

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান বলেছেন, শিক্ষার্থীরা শুধুমাত্র সনদ অর্জনের জন্যই পড়ালেখা করবে না, জ্ঞানার্জন এবং যোগ্য ও আলোকিত মানুষ হিসেবে নিজেকে তৈরি করতে হবে। মহান মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক চেতনায় উজ্জীবিত হয়ে যথাসময়ে শিক্ষাজীবন শেষ করে পরিবার, সমাজ ও রাষ্ট্রের কল্যাণে রাখতে হবে দৃশ্যমান ভূমিকা। তিনি বলেন, শিক্ষার্থীদের মানবসম্পদ হিসাবে গড়ে তুলতে প্রয়োজন বিশ্বমানের শিক্ষা। রবিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ব্যবসায় প্রশাসন অনুষদের বিভাগসমূহের নবীনবরণ অনুষ্ঠানে তিনি কথাগুলো বলেন। বক্তব্যে তিনি শিক্ষকবৃন্দের দায়িত্বশীলতার বিষয়টিও তুলে ধরেন। তিনি বলেন, শিক্ষার্থীদের আধুনিক বিজ্ঞানমনস্ক মানবসম্পদে রূপান্তর করতে বিশ্বমানের শিক্ষা নিশ্চিত করা প্রয়োজন, যাতে করে তারা বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলা করতে সক্ষমতা অর্জন করতে পারে। আধুনিক বিশ্বে কী ঘটছে তা শিক্ষার্থীদের প্রতিনিয়ত জানতে হবে। যদি তা জানা না থাকে তাহলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা অপূর্ণ থেকে যাবে। অনুষদের নবীনবরণ অনুষ্ঠান উদ্বোধন করেন চবি উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। এতে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. শিরীন আখতার ও চবি এ্যাকাউন্টিং বিভাগের সুপারনিউমারারি প্রফেসর ড. মনজুর মোরশেদ খান। চবি উপাচার্য বলেন, কঠিন প্রতিযোগিতামূলক ভর্তি পরীক্ষার মাধ্যমে যারা এ বিশ^বিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ লাভ করেছে, তারা অত্যন্ত সৌভাগ্যবান।
×