ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ফ্রি চক্ষু ক্যাম্প উদ্বোধন

প্রকাশিত: ০৩:৪৭, ১৪ জানুয়ারি ২০১৯

 ফ্রি চক্ষু ক্যাম্প উদ্বোধন

সংবাদদাতা, পীরগঞ্জ, ঠাকুরগাঁও, ১৩ জানুয়ারি ॥ পীরগঞ্জ পৌরসভা হল রুমে এলাকার হত-দরিদ্র ও অসহায় চক্ষু রোগীদের ফ্রি চক্ষু সেবা দেয়ার জন্যে ক্যাম্প উদ্বোধন হয়েছে। রবিবার উপজেলা নির্বাহী অফিসার এ, ডব্লিউ, এম, রায়হান শাহ ক্যাম্প উদ্বোধন করেন। স্থানীয় আলহাজ মোবারক আলী চ্যারিটেবল ট্রাস্ট-এর আয়োজন করেন। জার্মানির অর্থায়নে দিনাজপুর বিএনএসবিআই হসপিটালের চক্ষু বিশেষজ্ঞ ডাঃ মোল্লা মোঃ জালাল হোসেনের নেতৃত্বে ৭ সদস্য মেডিক্যাল টিম চক্ষু চিকিৎসা প্রদান করে। ১ হাজার সাধারণ রোগীকে চিকিৎসা শেষে ৭০ জন চোখে ছানি পড়া রোগীকে কৃত্রিম ল্যান্স সংযোজন করা হবে বলে জানা গেছে।
×