ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কুমিল্লায় অপহৃত শিশু ময়মনসিংহে উদ্ধার

প্রকাশিত: ০৩:৪৪, ১৪ জানুয়ারি ২০১৯

 কুমিল্লায় অপহৃত  শিশু ময়মনসিংহে উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ১৩ জানুয়ারি ॥ কুমিল্লা নগরী থেকে অপহৃত মেহেদী হাসান মিরান নামের এক স্কুলছাত্রকে ২৪ ঘণ্টার মধ্যেই ময়মনসিংহের গৌরীপুর রেলওয়ে স্টেশন থেকে উদ্ধার করা হয়েছে। এ সময় পুলিশ একই বাসার সাবলেট ভাড়াটিয়া নাহিদ ও নাহিদের অপর সহযোগী মাসুদকে আটক করেছে। উদ্ধার হওয়া স্কুলছাত্র মিরান কুমিল্লা নগরীর ইবনে তাইমিয়া স্কুলের কেজি শ্রেণীর ছাত্র। সে জেলার চান্দিনা উপজেলার আটচাইল গ্রামের সৌদি প্রবাসী কেফায়েত খানের পুত্র এবং নগরীর টমছম ব্রিজ এলাকার ফাতেমা মঞ্জিলের একটি ফ্ল্যাটের ভাড়াটিয়া। কুমিল্লার কোতোয়ালি মডেল থানার ওসি জানান, গত শনিবার বেলা সোয়া ১১টায় মিরানের মায়ের অনুরোধে তাদের বাসার সাবলেট ভাড়াটিয়া নাছিমার ছেলে নাহিদ কেজি শ্রেণীর ছাত্র মিরানকে (৮) স্কুলে পৌঁছে দেয়ার জন্য বাসা থেকে বের হয়। দুপুরে স্কুলে গিয়ে মিরানকে না পেয়ে নাহিদের বাসায় খোঁজ নিয়ে তাকেও বাসায় পাওয়া যায়নি। পরে নিখোঁজ মিরানের মা নুসরাত জাহান এ বিষয়ে কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি করেন। এদিকে থানার বার্তা পেয়ে রবিবার দুপুরে মোবাইল ট্র্যাকিং করে ময়মনসিংহ ডিবি ও জিআরপি গৌরীপুর রেলওয়ে স্টেশনে অভিযান চালায়।
×