ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সড়কে ঝরল শিশু ও ছাত্রসহ আট প্রাণ

প্রকাশিত: ০৩:৪৩, ১৪ জানুয়ারি ২০১৯

  সড়কে ঝরল শিশু ও ছাত্রসহ আট প্রাণ

জনকণ্ঠ ডেস্ক ॥ সড়ক দুর্ঘটনায় কেরানীগঞ্জে শিশু ও চালক, সাতক্ষীরায় চালক, বগুড়ায় শিশুসহ দুই, ঝিনাইদহে ছাত্র, পটিয়ায় আরোহী, শেরপুরে নারী নিহত এবং সীতাকু-ে ছাত্রীসহ ৬ জন আহত হয়েছেন। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। কেরানীগঞ্জ ॥ দক্ষিণ কেরানীগঞ্জে যাত্রীবাহী বাসের চাপায় অটোরিক্সা চালক ও এক শিশু নিহত হয়েছে। নিহত চালকের নাম মককুল হোসেন (৩৬) ও শিশুর নাম নেহা আক্তার (৫)। এ ঘটনায় ৩ জন আহত হয়েছে। রবিবার ভোরে ঢাকা-মাওয়া মহাসড়কের আব্দুল্লাহপুর এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন, নিহত নেহার মা উর্মি আক্তার হানী, ভাই সায়েম ও চাচাত ভাই মারুফ হোসেন। সাতক্ষীরা ॥ সড়ক দুর্ঘটনায় শাহ জামাল (৪২) নামে এক ইঞ্জিন ভ্যান চালক নিহত হয়েছে। রবিবার সকালে আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের তুয়ারডাঙ্গা মন্দিরের পাশে এ দুর্ঘটনাটি ঘটে। শাহ জামাল খাজরা ইউনিয়নের দক্ষিণ গদাইপুর গ্রামের আব্দুল গাজীর ছেলে। বগুড়া ॥ পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছে। দুপচাঁচিয়া ও সারিয়াকান্দি উপজেলায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো- সুমাইয়া (১১) ও সুমন (২৭)। দুপচাঁচিয়ার সড়ক দুর্ঘটনায় ৫ জন আহত হয়। পুলিশ জানায়, রবিবার সকাল ৮টার দিকে দুপচাঁচিয়ার কৃষিগাড়িতে অপরুপা পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই বাসের হেলপার নিহত ও ৫ জন আহত হয়। ঝিনাইদহ ॥ ট্রাক চাপায় ইমরান হোসেন (১১) নামে ৬ষ্ঠ শ্রেণীর এক স্কুল ছাত্র নিহত হয়েছে। রবিবার সকালে শহরের বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার প্রতিবাদে ঝিনাইদহ-যশোর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। পটিয়া ॥ উপজেলার নয়াহাট এলাকায় বাসচাপায় মারা গেছে এক সাইকেল আরোহী। নিহতের নাম নাজমুল ইসলাম জয় (১৩)। সে উপজেলার হুলাইন গ্রামের মোঃ নজরুল ইসলামের পুত্র। রবিবার দুপুর সোয়া ১টায় এই ঘটনা ঘটে। শেরপুর ॥ ট্রাকচাপায় মিনোরা বেগম (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে সদর উপজেলার বাজিতখিলা বাজার সংলগ্ন এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। নিহত মিনোরা ঝিনাইগাতী উপজেলার হাঁসলিগাঁও গ্রামের মৃত আশরাফ আলীর স্ত্রী। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ঘাতক ট্রাকটিকে আটক করেছে। সীতাকুন্ড ॥ রবিবার বিকেলে উপজেলার ফৌজদার পুলিশ ফাঁড়ির সামনে সেইফলাইন পরিবহন ও ৪ নং বাসের সঙ্গে প্রতিযোগিতা করতে গিয়ে সংঘর্ষ হয়। সংঘর্ষে এক ছাত্রীসহ ৬ আরোহী আহত হয়েছে।
×