ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কালকিনিতে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল কিশোরী

প্রকাশিত: ০৩:৩৭, ১৪ জানুয়ারি ২০১৯

 কালকিনিতে বাল্যবিয়ে  থেকে রক্ষা  পেল কিশোরী

নিজস্ব সংবাদদাতা, কালকিনি, মাদারীপুর, ১৩ জানুয়ারি ॥ বর-কনে দু’জনই কিশোর-কিশোরী। একজনের বয়স ১৩ অন্যজনের ১৫। প্রতিবেশীরা আগেই বরপক্ষকে সতর্ক করেছিল বর-কনের বিয়ের বয়স হয়নি। এই বাল্যবিয়ে হলে তা হবে বেআইনী। তারপরও উভয়পক্ষ মিলে গোপনে বিয়ের আয়োজন করেন। রবিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। মাদারীপুরের কালকিনি পৌর এলাকার পশ্চিম মিনাজদী গ্রামে শনিবার সন্ধ্যায় আলোম হাওলাদারের ১৩ বছরের কিশোরী মেয়ের সঙ্গে একেই গ্রামের জব্বারের ১৫ বছরের কিশোর ছেলের বিয়ের আয়োজন করা হয়। বর-কনের বিয়ের বয়স হয়নি, এই বিয়ে হলে তা হবে বেআইনী, প্রতিবেশীরা বরপক্ষকে আগেই বাল্যবিয়ে বিষয়ে সতর্ক করে। কিন্তু প্রতিবেশীদের কথা না শুনে সব বাধা উপেক্ষা করে তারা গোপনে কোন আনুষ্ঠানিকতা ছাড়া বিয়ের আয়োজন করেন। গোপনে বাল্যবিয়ের খবরটি উপজেলা লিগাল এইডের ঝর্না ও কহিনুর বেগম জানতে পেরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আমিনুল ইসলামকে খবর দেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা দ্রুত বিয়ে বাড়িতে অভিযান চালিয়ে বাল্যবিয়ে বন্ধ করে দেন। এতে করে রক্ষা পায় বাল্যবিয়ের হাত থেকে ওই কিশোরী। পরে গ্রামের জনপ্রতিনিধিরা ও কিশোরী কনের পরিবারের পক্ষ নির্বাহী কর্মকর্তার কাছে অঙ্গীকার করেন, প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত ওই মেয়েকে বিয়ে দেয়া হবে না।
×