ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মোহনগঞ্জে জমিতে পানি দেয়া নিয়ে সংঘর্ষ ॥ নারীসহ আহত ৩০

প্রকাশিত: ০৩:৩৪, ১৪ জানুয়ারি ২০১৯

 মোহনগঞ্জে জমিতে পানি দেয়া নিয়ে সংঘর্ষ ॥ নারীসহ  আহত ৩০

নিজস্ব সংবাদদাতা, মোহনগঞ্জ, নেত্রকোনা, ১৩ জানুয়ারি ॥ জমিতে পানি দেয়াকে কেন্দ্র করে দু’দল গ্রামবাসীর এক রক্তক্ষয়ী সংঘর্ষে নারীসহ উভয়পক্ষের ৩০ জন আহত হয়েছেন। গুরুতর আহতদের মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। জানা গেছে, রবিবার সকালে উপজেলার তেতুলিয়া ইউনিয়নের ভাটাপাড়া গ্রামের সুভোধ চন্দ্র কর ও অনীল চন্দ্র করের দুই গ্রুপের মধ্যে জমিতে পানি দেয়াকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষের সূত্রপাত হয়। অনীল চন্দ্রের লোকজন তাদের নিজস্ব ডিপ মেশিনে জমিতে পানি ধরতে গেলে তাতে সুভোধ চন্দ্রের লোকজন বাধ সাধে, শুরু হয় সংঘর্ষ। পুলিশ আহত রনজিত কর, অখিল চন্দ্র কর, রতন চন্দ্র কর, কালী রানী কর, অনীল চন্দ্র কর, প্রদীপ চন্দ্র, সুভাস চন্দ্র কর, রাদেশ কর, দিপালী রানী কর, সবিতা কর, স্বপন চন্দ্র করকে হাসপাতালে ভর্তি করে।
×