ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

অকারণে দর বাড়ছে ১৫ কোম্পানির

প্রকাশিত: ০৭:১০, ১৩ জানুয়ারি ২০১৯

অকারণে দর বাড়ছে ১৫ কোম্পানির

কোন কারণ ছাড়া শেয়ার দর অস্বাভাবিক বাড়ার জন্য ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) বিদায়ী সপ্তাহে ১৫টি কোম্পানিকে নোটিস দিয়েছে। কোম্পানিগুলো হলো : এমারেল্ড অয়েল, বেক্সিমকো সিনথেটিকস, নর্দান জুট ম্যানুফ্যাকচারিং, শাইনপুকুর সিরামিক, আলিফ ম্যানুফ্যাকচারিং, বিডিকম অনলাইন, মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ, আলহাজ টেক্সটাইল, ইনফর্মেশন সার্ভিসেস লিমিটেড, ইউনাইটেড ইন্স্যুরেন্স, মেঘনা কনডেন্সড মিল্ক, এ্যাপোলো ইস্পাত, সিভিও পেট্রোকেমিক্যাল, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স এবং নর্দান ইন্স্যুরেন্স। টানা বেশ কয়েক কার্যদিবস এসব কোম্পানির শেয়ার দর বাড়তে থাকে। কোম্পানিগুলোর শেয়ার দর এভাবে বাড়াকে অস্বাভাবিক বলে এর কারণ জানতে চেয়ে নোটিস দেয় ডিএসই। কিন্তু ডিএসইর নোটিসের জবাবে কোম্পানিগুলোর পক্ষ থেকে বলা হয়েছে, শেয়ার দর এভাবে বাড়ার জন্য তাদের কাছে কোন মূল্য সংবেদনশীল তথ্য নেই। -অর্থনৈতিক রিপোর্টার এডভেন্ট ফার্মা এ ক্যাটাগরিতে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এডভেন্ট ফার্মা ‘এন’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরিতে উঠে এসেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, কোম্পানিটি ২০১৮ সালের শেয়ারহোল্ডারদের জন্য ২ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়ে ‘এ’ ক্যাটাগরিতে উঠে এসেছে। তাই আজ বৃহস্পতিবার থেকে কোম্পানিটি ‘এ’ ক্যাটাগরিতে লেনদেন করবে পুঁজিবাজারে। উল্লেখ্য, বিএসইসির নির্দেশনা অনুযায়ী ক্যাটাগরি পরিবর্তনের ৩০ দিনের মধ্যে কোম্পানিটিকে কোন ঋণ সুবিধা দেয়া যাবে না। -অর্থনৈতিক রিপোর্টার
×