ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বেশিরভাগ বেসরকারী ব্যাংকে পরিচালন মুনাফা বেড়েছে

প্রকাশিত: ০৫:৪২, ১৩ জানুয়ারি ২০১৯

 বেশিরভাগ বেসরকারী ব্যাংকে পরিচালন মুনাফা বেড়েছে

বিদায়ী বছর ২০১৮ শেষে দেশের অধিকাংশ বাণিজ্যিক ব্যাংকের পরিচালন মুনাফা বেড়েছে। বিভিন্ন ব্যাংক সূত্রে জানা গেছে, এবার ব্যাংকগুলোর পরিচালন মুনাফার বড় অংশই এসেছে কমিশন, সার্ভিস চার্জ, বৈদেশিক মুদ্রা ব্যবসার আয় থেকে। চূড়ান্ত নিরীক্ষাসহ সব প্রক্রিয়া শেষ করে নিট মুনাফার তথ্য প্রকাশ করতে এখনও বেশ সময় লাগবে। তবে বিভিন্ন উৎস থেকে সরকারী ও বেসরকারী খাতের ৩৫টি ব্যাংকের পরিচালন মুনাফার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে ছয়টি ব্যাংকের মুনাফা আগের বছরের তুলনায় কমেছে। দেশের অধিকাংশ ব্যাংকই রয়েছে মুনাফার ধারায়। অনেক ব্যাংক আগের বছরের চেয়েও বেশি মুনাফা করেছে। যদিও এটি প্রকৃত মুনাফা নয়। আয় থেকে ব্যয় বাদ দিয়ে যে মুনাফা থাকে, সেটিই কোন ব্যাংকের পরিচালন মুনাফা। পরিচালন মুনাফা থেকে খেলাপি ঋণ ও অন্যান্য সম্পদের বিপরীতে প্রভিশন (নিরাপত্তা সঞ্চিতি) এবং সরকারকে কর প্রদান করতে হয়। প্রভিশন ও কর-পরবর্তী এ মুনাফাই হলো একটি ব্যাংকের প্রকৃত বা নিট মুনাফা। সূত্রমতে, দেশের বেশিরভাগ বেসরকারী ব্যাংকের পরিচালন মুনাফা বেড়েছে। এর মধ্যে ২০১৮ সালে সর্বোচ্চ পরিচালন মুনাফা করেছে ইসলামী ব্যাংক। এ সময় ব্যাংকটি ২ হাজার ৭৭০ কোটি টাকা আয় করে। যা গত বছর ছিল ২ হাজার ৪২০ কোটি টাকা। একইভাবে ন্যাশনাল ব্যাংক পরিচালন মুনাফা করেছে ১ হাজার ২৩০ কোটি টাকা। যা গত বছর ছিল ১ হাজার ১৫৬ কোটি টাকা। পূবালী ব্যাংক পরিচালন মুনাফা করেছে ১ হাজার ২৫ কোটি টাকা। ২০১৭ সালে যা ছিল ৯১৫ কোটি টাকা। এনসিসি ব্যাংক বিদায়ী বছরে মুনাফা করেছে ৬৫৫ কোটি টাকা। আগের বছরের একই সময়ে ছিল ৫৩৫ কোটি টাকা। মিউচুয়্যাল ট্রাস্ট ব্যাংক বিদায়ী বছরে মুনাফা করেছে ৫১৫ কোটি টাকা, আগের বছরের একই সময়ে ছিল ৪১৭ কোটি টাকা। প্রথমবারের মতো ১ হাজার কোটি টাকার বেশি পরিচালন মুনাফা পেয়েছে সাউথইস্ট ব্যাংক। ২০১৭ সালে ব্যাংকটির পরিচালন মুনাফা ছিল ৯০৬ কোটি টাকা। ব্যাংক এশিয়া পরিচালন মুনাফা পেয়েছে ৮১০ কোটি টাকা। ২০১৭ সালে যা ছিল ৬৭২ কোটি টাকা। প্রাইম ব্যাংক মুনাফা করেছে ৫৭৫ কোটি টাকা। ২০১৭ সালে যা ছিল ৫৩৭ কোটি টাকা। পরিচালন মুনাফায় ভাল প্রবৃদ্ধি এসেছে শাহজালাল ইসলামী ব্যাংকেরও। ব্যাংকটি প্রায় ৪৭৫ কোটি টাকা পরিচালন মুনাফা পেয়েছে। ২০১৭ সালে শাহজালাল ইসলামী ব্যাংকের পরিচালন মুনাফা ছিল ৩৫৮ কোটি টাকা। ৭০৫ কোটি টাকা পরিচালন মুনাফা পেয়েছে এক্সিম ব্যাংক। ২০১৭ সালে ব্যাংকটি ৬৫০ কোটি টাকা পরিচালন মুনাফা করেছিল। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ২০১৭ সালে পরিচালন মুনাফা ৪১৬ কোটি টাকা পেলেও এবার পেয়েছে ৫১৫ কোটি টাকা। ফারমার্স ব্যাংক ছাড়া ভাল পরিচালন মুনাফা পেয়েছে নতুন প্রজন্মের ব্যাংকগুলোও। ২০১৭ সালে ১৪৬ কোটি টাকা পরিচালন মুনাফা পাওয়া মধুমতি ব্যাংক চলতি বছর ২০০ কোটি টাকার বেশি মুনাফা করেছে। এছাড়া ২০১৭ সালে ২০০ কোটি টাকা পরিচালন মুনাফা পাওয়া এনআরবি কমার্শিয়াল ব্যাংক চলতি বছর ২০৩ কোটি টাকা মুনাফা করেছে। সাউথ বাংলা এগ্রিকালচার এ্যান্ড কমার্স ব্যাংক পরিচালন মুনাফা পেয়েছে ২০৫ কোটি টাকা। ২০১৭ সালে যা ছিল ১৮২ কোটি টাকা। এছাড়া বেসরকারী খাতের অন্যান্য ব্যাংকেরও পরিচালন মুনাফায় ভাল প্রবৃদ্ধি হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। ২০১৭ সালের তুলনায় চলতি বছর পরিস্থিতি আরও বেশি খারাপ হয়েছে বেসিক ব্যাংকের। চলতি বছর বড় অঙ্কের পরিচালন লোকসান গুনেছে। তবে খেলাপী ঋণ থেকে আদায় বাড়ায় ভাল করেছে সোনালী ব্যাংক। ২০১৮ সালে ব্যাংকটি প্রায় ২ হাজার ৫৮ কোটি টাকা পরিচালন মুনাফা করেছে। ২০১৭ সালে সোনালী ব্যাংকের পরিচালন মুনাফা ছিল ১ হাজার ১৯৫ কোটি টাকা। বছরব্যাপী আমানত নিয়ে অস্থিরতাও ব্যাংকটির জন্য আশীর্বাদ ছিল। অলস পড়ে থাকা প্রায় ৫০ হাজার কোটি টাকার আমানত উচ্চসুদে কলমানি এবং বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে ধার দিয়ে ভাল মুনাফা করেছে সোনালী ব্যাংক। রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংক চলতি বছর প্রায় ৯৫৫ কোটি টাকার পরিচালন মুনাফা পেয়েছে। ২০১৭ সালে ব্যাংকটির পরিচালন মুনাফা ছিল ৮৬৭ কোটি টাকা। প্রায় ১ হাজার কোটি টাকার কাছাকাছি পরিচালন মুনাফা পেয়েছে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংক। ২০১৭ সালে যা ছিল ১ হাজার ১৩৬ কোটি টাকা। প্রায় ৩৭০ কোটি টাকা পরিচালন মুনাফা পেয়েছে রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক। তবে ২০১৭ সালে মুনাফা ছিল ৫০৮ কোটি টাকা। অবশ্য এ সময় ব্যাংকটি লোকসানি শাখা ৩৩টি থেকে কমিয়ে ৯টিতে নামিয়ে এনেছে। বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড (বিডিবিএল) পরিচালন মুনাফা পেয়েছে ১১৬ কোটি ৬০ লাখ টাকা। ২০১৭ সালে ছিল ১১৫ কোটি ৫৫ লাখ টাকা।
×