ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

শেখ কামাল অনুর্ধ-২০ জাতীয় চ্যাম্পিয়নশিপ

ময়মনসিংহ বিভাগের ফুটবলার বাছাই

প্রকাশিত: ০৫:৩১, ১৩ জানুয়ারি ২০১৯

ময়মনসিংহ বিভাগের ফুটবলার বাছাই

স্পোর্টস রিপোর্টার ॥ চট্টগ্রাম রংপুর বিভাগের পর এবার বাংলাদেশ জেলা ও বিভাগীয় ফুটবল এ্যাসেসিয়েশন আয়োজিত ও সাইফ পাওয়ার ব্যাটারির পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিতব্য প্রস্তাবিত শেখ কামাল অনুর্ধ-২০ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের ময়মনসিংহ বিভাগের খেলোয়াড় বাছাই পর্ব অনুষ্ঠিত হবে রবিবার। ময়মনসিংহের চার জেলা থেকে আগত মোট ৬০ খেলোয়াড় থেকে ৩০ জনকে বাছাই করা হবে। বাছাই কার্যক্রমের ভেন্যু নেত্রকোনা আধুনিক স্টেডিয়াম। বাছাই করা খেলোয়াড়রা পরবর্তীতে মাসব্যাপী প্রশিক্ষণের পর আগামী এপ্রিলে অনুষ্ঠিতব্য শেখ কামাল অনুর্ধ-২০ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপে ময়মনসিংহ বিভাগকে প্রতিনিধিত্ব করবে। নেত্রকোনা আধুনিক স্টেডিয়ামে শনিবার অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে নেত্রকোনা জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের সভাপতি সাইফ খান বিপ্লব বাংলাদেশ জেলা ও বিভাগীয় ফুটবল এ্যাসেসিয়েশনের এই উদ্যোগকে অভিনন্দন জানান। তিনি বলেন, ‘বাংলাদেশ জেলা ও বিভাগীয় ফুটবল এ্যাসেসিয়েশন তৃণমূল জেলা লীগগুলোতে দিয়েছে ফুটবলে নতুন প্রাণ, অনুর্ধ-২০ পর্যায়ের এই টুর্নামেন্ট বিভাগের নতুন ফুটবলারদের মাঝে হয়েছে প্রেরণার নতুন উৎস।’ নেত্রকোনা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাইদুর রহমান বলেন, ‘দীর্ঘদিন পরে ডিএফএ ও ডিএসএ-এর মাঝে যে মতানৈক্য ছিল তা বাংলাদেশ জেলা ও বিভাগীয় ফুটবল এ্যাসেসিয়েশনের সভাপতি ও মহাসচিবের উদ্যোগে দূর হয়েছে। যুব পর্যায়ের এ টুর্নামেন্ট ফুটবল উন্নয়নে অবদান রাখবে।’ নেত্রকোনা জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আবু নাসের তালুকদার মিলু বলেন, ‘নেত্রকোনা জেলায় বাছাই পর্বের কার্যক্রম বিভাগের ফুটবল অঙ্গনে নতুন আশার সঞ্চার করেছে। আশা করি বিভাগ থেকে বেরিয়ে আসবে আগামীর তারকা।’ সংবাদ সম্মেলনে বাংলাদেশ জেলা ও বিভাগীয় ফুটবল এ্যাসেসিয়েশনের সমন্বয়কারী আহমেদ সাইদ আল ফাতাহ বলেন, ‘বাংলাদেশ জেলা ও বিভাগীয় ফুটবল এ্যাসোসিয়েশন দেশের ফুটবল উন্নয়নে কাজ করে যাচ্ছে ও তৃণমূল পর্যায়ে সকল প্রকার সহযোগিতা অব্যাহত রাখবে।
×