ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

কনকনে শীত দিয়ে শুরু হবে মাঘ মাস

প্রকাশিত: ০৫:২৬, ১৩ জানুয়ারি ২০১৯

 কনকনে শীত দিয়ে শুরু হবে মাঘ মাস

স্টাফ রিপোর্টার ॥ চলতি মাসে আরও বাড়বে শীতের তীব্রতা। দেশের অনেক অঞ্চলজুড়ে বয়ে যাবে আরেকটি তীব্র শৈত্যপ্রবাহ। এমন তথ্য দিয়েছে আবহাওয়া অফিস। ডিসেম্বরে সীমিত এলাকাজুড়ে বয়ে গেছে তীব্র শৈত্যপ্রবাহ, কিন্তু বেশি অঞ্চলে বিস্তার লাভ করেনি। চলমান মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ রূপ নেবে তীব্র শৈত্যপ্রবাহে। পৌষের শেষদিন আজ রবিবার। কনকনে শীত দিয়েই মাঘ শুরু হবে। আগামী তিনদিনের মধ্যে রাতের তাপমাত্রা দ্রুত হ্রাস পাবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। দেশের অধিকাংশ সেন্টারে সর্বনিম্ন তাপমাত্রা ইতোমধ্যে হ্রাস পেতে শুরু করেছে। রাজধানীতে সন্ধ্যার পর থেকে পরদিন সকাল পর্যন্ত অনুভূত হচ্ছে মাঝারি ধরনের শীত। গত কয়েকদিন ধরে রাজধানীতেও অনুভূত হচ্ছে মাঝাাির ধরনের শীত। শনিবার কিছুক্ষণের জন্য সূর্যের আলোর দেখা পেলেও তেমন তেজ ছিল না। নগরীর গরম কাপড়ের দোকানগুলোতে ভিড় লক্ষ্য করা গেছে। দনের বেলাতেও অধিকাংশ মানুষের শরীর ছিল গরম কাপড়ে ঢাকা। মাঝেমধ্যেই বয়ে যায় ঠান্ডা বাতাস। সন্ধ্যা ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে শীতের তীব্রতা যেন বাড়তে থাকে। কমতে থাকে পথচারীদের সংখ্যাও। আবহাওয়া অধিদফতর জানায়, মাদারীপুর, মৌলভীবাজার, দিনাজপুর, নীলফামারী, পঞ্চগড়, লালমনিরহাট, কুড়িগ্রাম, যশোর, চুয়াডাঙ্গা ও বরিশাল অঞ্চলে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ, যা দেশের বাকি অঞ্চলে বিস্তারলাভ করতে পারে। শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা সীতাকু-ে ২৭.৩ ডিগ্রী সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা রাজারহাটে ৭.৮ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড হয়। ঢাকায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ২৬.২ ডিগ্রী সেলসিয়াস ও ১২.৬ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড হয়। শনিবার দেশের অধিকাংশ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ৮ থেকে ১২ ডিগ্রী সেলসিয়াসের মধ্যে বিরাজ করে। আবহাওয়া অধিদফতর আরও জানায়, জানুয়ারি মাসে দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল, পশ্চিম ও মধ্যাঞ্চলে ১ থেকে ২টি মাঝারি ও তীব্র ধরনের শৈত্যপ্রবাহ এবং অন্যত্র ২ থেকে ৩টি মৃদু ও মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। দেশের নদ-নদী অববাহিকায় মাঝারি/ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা/মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। আর ফেব্রুয়ারি মাসে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। ওই মাসের প্রথমার্ধে দেশের উত্তর ও মধ্যাঞ্চলে ১টি মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। ওই মাসের প্রথমার্ধে দেশের নদ-নদীর অববাহিকা ও অন্যত্র সকালের দিকে হালকা/মাঝারি ধরনের কুয়াশা থাকার সম্ভাবনা আছে। দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে। ফেব্রুয়ারি মাসের শেষের দিকে দেশের উত্তর ও মধ্যাঞ্চলে ১-২ দিন বজ্রঝড় হতে পারে বলে জানায় আবহাওয়া অধিদফতর।
×