ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

প্যারিসে বেকারিতে বিস্ফোরণে ৪ জন নিহত

প্রকাশিত: ০৪:৪০, ১৩ জানুয়ারি ২০১৯

প্যারিসে বেকারিতে বিস্ফোরণে ৪ জন নিহত

জনকণ্ঠ ডেস্ক ॥ ফ্রান্সের রাজধানী প্যারিসের কেন্দ্রস্থলে একটি বেকারিতে বিস্ফোরণের ঘটনায় অন্তত ৪ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুইজন উদ্ধারকর্মী, দুইজন বেসামরিক নাগরিক। এছাড়া ওই ঘটনায় আহত হয়েছেন আরও ৩৬ জন। খবর বিবিসির। শনিবার স্থানীয় সময় সকাল ৯টা নাগাদ ওই ঘটনাকে বেকারিটির গ্যাস সংযোগের জটিলতা থেকে সৃষ্ট বলে প্রাথমিক ধারণা করছে পুলিশ। বিস্ফোরণে ‘হুবার্ট’ নামের বেকারিটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। সামনে থাকা বেশ কয়েকটি গাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে। উড়ে গেছে আশপাশের ভবনের কাঁচ। ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফি কাসনার। এছাড়া সেখানে গিয়েছেন প্রধানমন্ত্রী এদোয়ার্দো ফিলিপ। এ বিষয়ে প্রকাশিত সংবাদে দেখা যায়, বেকারির সামনে পড়ে আছে ক্ষতিগ্রস্ত গাড়ি, আকাশে উড়ছে ধোঁয়া, তার মধ্যেই কর্মীরা উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন। গত নবেম্বরে প্যারিসে অনুষ্ঠিত জলবায়ু সম্মেলনের প্রাক্কালে রাজধানী ও ফ্রান্সের বিভিন্ন শহরে পুলিশের সঙ্গে বামপন্থী পরিবেশ কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। বিক্ষোভকারীদের নিয়ন্ত্রণে সে সময় থেকে শহরজুড়ে পুলিশের ব্যাপক উপস্থিতি রাখা হয়। বিস্ফোরণের সময় শহরজুড়ে প্রায় ৮০ হাজার পুলিশ কাজ করছিলেন। তবে ওই ঘটনার সঙ্গে বিস্ফোরণের কোন সম্পৃক্ততা নেই বলে ধারণা করছে পুলিশ।
×