ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সরকারকে অচিরেই বিশাল ধাক্কা খেতে হবে ॥ রিজভী

প্রকাশিত: ০৪:৩৯, ১৩ জানুয়ারি ২০১৯

সরকারকে অচিরেই বিশাল ধাক্কা খেতে হবে ॥ রিজভী

স্টাফ রিপোর্টার ॥ অচিরেই সরকারকে বিশাল ধাক্কা খেতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার দুপুরে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। পুনর্নির্বাচনের দাবি নিয়ে জাতীয় সংলাপ হাস্যকর বলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যে মন্তব্য করেছেন তার প্রতিবাদ জানিয়ে রুহুল কবির রিজভী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে অনুষ্ঠিত ৩০ ডিসেম্বরের নির্বাচন কি খুবই সম্মানজনক হয়েছে? আগের রাতে যেখানে ৩০ থেকে ৫০ শতাংশ ভোট দিয়ে দেয়া হয়েছে তাকে কি ভোট বলে? রিজভী অভিযোগ করেন, সাজানো ডিজাইনে ভোট লোপাটের মহা ধুমধাম এখন চলছে আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিটে। মহাভোজ উৎসবের মহা সমারোহ চলছে পুলিশ সদর দফতর থেকে থানার পুলিশ স্টেশনগুলোতে। এভাবে অন্য বাহিনীর ইউনিটেও চলছে ভোজের উৎসব। তিনি বলেন, যে দল ভোটে বিজয়ী হয়, সাধারণত তাদের কর্মীরাই উৎসব, ভোজ ইত্যাদিতে মেতে থাকে। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী একটি রাজনৈতিক দলের বিজয়ে উৎসব উদ্যাপন করে, এটা হাস্যকরই নয়, হতবাক করা বিস্ময়ও বটে। রিজভী বলেন, বিরোধী দল, মত ও বিশ্বাসের মানুষেরা সন্ত্রাসবাদে আক্রান্ত। সরকার মনে হচ্ছে দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। জাতীয় সংসদ নির্বাচনের আগের দিন অন্ধকার রাতে ভোট ডাকাতি ও ভোট হরিলুটের মতো অপকর্মটির জন্য অচিরেই সরকারকে বিশাল রাজনৈতিক ধাক্কা খেতে হবে। তবে ভুয়া ভোটের জবাব দিতে পারবে না বলে সংলাপে বসতে চাইছে না ক্ষমতাসীনরা। রিজভী বলেন, রাষ্ট্রের সব শক্তি প্রয়োগের মাধ্যমে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের দমন করে একতরফা নির্বাচন প্রমাণ করে, আওয়ামী লীগ জনগণের ভোটে নির্বাচিত নয়। আর এত বড় নজিরবিহীন ভুয়া ভোটের নির্বাচনের পরেও আওয়ামী লীগ নেতারা নির্বাচন নিয়ে গলাবাজি করছেন। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা শাহিদা রফিক সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, আবদুল আউয়াল, সহ-দফতর সম্পাদক মুনীর হোসেন প্রমুখ।
×