ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মেলায় শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো

স্মার্টফোন ও ট্যাবমেলা শেষ, শেষদিনে ছিল উপচেপড়া ভিড়

প্রকাশিত: ০৪:৩৭, ১৩ জানুয়ারি ২০১৯

স্মার্টফোন ও ট্যাবমেলা শেষ, শেষদিনে ছিল উপচেপড়া ভিড়

স্টাফ রিপোর্টার ॥ নানা প্রযুক্তি পণ্যের সমাহারের স্মার্টফোন ও ট্যাবমেলা শেষ হয়েছে শনিবার। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) আয়োজিত শেষদিনে মেলায় ছিল ক্রেতার উপচেপড়া ভিড়। তিন দিনের এই আয়োজনে বিভিন্ন পণ্যের আকর্ষণীয় মূল্য ছাড় ও উপহার পেয়ে ক্রেতা-বিক্রেতা উভয়েই খুশি। যে কোন পণ্য কিনলেই ফ্রি দেয়া হয়েছে আরেকটি প্রযুক্তি পণ্য। দর্শক-ক্রেতা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে মেলায় প্রবেশ করেছেন। প্যাভিলিয়ন, স্টলগুলোয় তুলনামূলক বেশি ছাড় ও উপহারের ঘোষণা চলছে। অনেকেই কম দামে পছন্দের ডিভাইসটি কিনতে ভিড় করে স্টলে। এবারের মেলায় শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। শিক্ষার্থীরা তাদের পচ্ছন্দ মতো প্রযুক্তি যাচাই-বাছাই করে কেনার সুযোগ পেয়েছেন। এক্সপো মেকারের সহকারী মহাব্যবস্থাপক সিরাজুল ইসলাম জানান, এবার মেলায় বিশ্বখ্যাত সব ব্র্যান্ডের স্মার্টফোন ও ট্যাবলেট পাওয়া গেছে। হুয়াওয়ে, স্যামসাং, টেকনো, ভিভো, উই, গোল্ডেনফিল্ড, মটোরোলা, নকিয়া, আইফোন, ইউসিসি, আইটেল, ইনফিক্সিন, ইউমিডিজি, ডিটেল, এডিএ, ম্যাক্সিমাস, বিজয় ও ই-কমার্স প্রতিষ্ঠান প্রিয়শপ ডটকমসহ বিভিন্ন ব্র্যান্ড প্রতিষ্ঠান। মেলায় বিভিন্ন মডেলের ব্র্যান্ড স্মার্টফোন ও স্মার্ট ডিভাইস প্রদর্শন ও বিক্রি হয়েছে। পাওয়া গেছে মোবাইল এ্যাক্সেসরিজও। এ ছাড়া মেলায় বেশ কিছু মডেলের স্মার্টফোন উন্মোচন করা হয়েছে। মেলায় হুয়াওয়ে ব্র্যান্ডটির বিভিন্ন স্মার্টফোনে উপহারসহ ২০ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড় ও এ্যাক্সেসরিজে ৪০ শতাংশ পর্যন্ত ছাড় দেয়া হয়। স্যামসাংয়ের ফোন কিনে মিলছে সর্বোচ্চ ৪০ শতাংশ মূল্য ছাড়। টেকনোর ফোনে মিলছে সর্বোচ্চ ১২ শতাংশ ছাড়। মেলায় ভিভোর ফোন কিনে মিলছে সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত মূল্যছাড়। স্মার্টফোন ব্র্যান্ড ‘উই’ স্মার্টফোন ও ট্যাব মেলায় বিশেষ অফার নিয়ে এসেছে। মটোরোলার ফোন কিনে পাওয়া গেছে ফ্রি স্পীকার। ইনফিক্সিন ফোনে মিলছে ১০ শতাংশ মূল্যছাড়। ইউমিডিজি স্মার্টফোন কিনলে মেলে সর্বোচ্চ ২০ শতাংশ মূল্যছাড়। আয়োজকরা বলেন, অত্যাধুনিক দেশী-বিদেশী প্রযুক্তিপণ্যে প্রতিষ্ঠানগুলোর বিশেষ মূল্যছাড় ও উপহারে জমজমাট ছিল টেকশহর ডটকম স্মার্টফোন এ্যান্ড ট্যাব এক্সপো-১৯। প্রথম থেকেই দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে ঢাকার আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দেশের প্রযুক্তি খাতের পণ্য প্রদর্শনীর সবচেয়ে বড় এই আয়োজন। বিকেলে আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধান অতিথি থেকে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার ও বিশেষ অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। মেলার শেষদিনে বক্তব্য রাখেন হুয়াওয়ে কনজ্যুমার বিজনেস গ্রুপ বাংলাদেশের মার্কেটিং ডিরেক্টর ঈগল সং, স্যামসাং মোবাইল বাংলাদেশের জেনারেল ম্যানেজার বমিন কিম, ট্রানশান বাংলাদেশ লিমিটেডের সিইও রেজওয়ানুল হক, আমরা কোম্পানিজ এবং উই মোবাইলের চেয়ারম্যান সৈয়দ ফারুক আহমেদ, ভিভো বাংলাদেশের কান্ট্রি প্রজেক্ট ম্যানেজার এ্যাঙ্গাস, স্মার্ট টেকনোলজিস বিডি লিমিটেডের ডিরেক্টর সাকিব আরাফাত এবং এক্সপো মেকারের কৌশলগত পরিকল্পনাকারী মুহম্মদ খান। এবার মেলার প্লাটিনাম স্পন্সর হিসেবে ছিল হুয়াওয়ে, স্যামসাং ও টেকনো। গোল্ড স্পন্সর হিসেবে ভিভো ও উই এবং সিলভার স্পন্সর গোল্ডেনফিল্ড ও মটোরোলা। টাইটেল স্পন্সর দেশের আইসিটি ও টেলিকম বিষয়ক শীর্ষস্থানীয় নিউজ পোর্টাল টেকশহরডটকম এবং পার্টনার এডুমেকার। মেলায় ছিল প্লাটিনাম স্পন্সর প্যাভিলিয়ন তিনটি, গোল্ড স্পন্সর প্যাভিলিয়ন দুটি এবং সিলভার স্পন্সর প্যাভিলিয়ন দুটি। মূল্যছাড়ের পাশাপাশি উপহার, গিফট বক্স, র‌্যাফেল ড্র, সেলফি প্রতিযোগিতার ব্যবস্থা ছিল মেলার অন্যতম আকর্ষণ।
×