ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

খাদ্য নিরাপত্তাও ঝুঁকিতে পড়বে চলতি শতাব্দীর ষাট সত্তরের দশকে

প্রকাশিত: ০৪:৩৭, ১৩ জানুয়ারি ২০১৯

খাদ্য নিরাপত্তাও ঝুঁকিতে পড়বে চলতি শতাব্দীর ষাট সত্তরের দশকে

স্টাফ রিপোর্টার ॥ বিশ্ব উষ্ণায়ন এবং জলবায়ু পরিবর্তনের স্পষ্ট প্রভাব দেশের ওপর পড়ছে। এর ফলে একদিকে যেমন উপকূলীয় এলাকায় প্রাকৃতিক দুর্যোগের মাত্রা বাড়ছে। অপরদিকে জলবায়ু পরিবর্তনের প্রভাব দেশের খাদ্য নিরাপত্তাসহ মানব স্বাস্থ্য, পানি ও জ্বালানি নিরাপত্তার জন্য হুমকি হয়ে দেখা দিচ্ছে। এর পরিবর্তন রোধে যথাযথ পদক্ষেপ বিশেষ করে তাপমাত্রা বৃদ্ধি রোধে পদক্ষেপ নেয়া না গেলে এ শতাব্দীর ৬০ থেকে সত্তরের দশকে খাদ্য নিরাপত্তা হুমকির মধ্যে পড়ে যাবে। শনিবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে দুর্যোগ ঝুঁকি ব্যবস্থপনা নিয়ে আয়োজিত এক আন্তর্জাতিক সেমিনারে বিশেষজ্ঞরা এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। বুয়েট-জাপান ইনস্টিটিউট অব প্রিভেনশন এ্যান্ড আরবান সেফটি (বুয়েট-জিডপাস), ডিপার্টমেন্ট অব আরবান এ্যান্ড রিজিওনাল প্ল্যানিং, ইনস্টিটিউট অব ওয়াটার এ্যান্ড ফ্লাড ম্যানেজমেন্ট (আইডব্লিউএফএম), আরবান রেজিলিয়েন্স প্রজেক্ট : রাজউক অংশ এবং বাংলাদেশ ফায়ার সার্ভিস এ্যান্ড সিভিল ডিফেন্স (এফএসসিডি) যৌথভাবে তিনদিনের এই সম্মেলনের আয়োজন করে। সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে বক্তৃতাকালে ব্র্যাক ইউনিভার্সিটির সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ এ্যান্ড এনভায়রনমেন্ট রিসার্চের প্রফেসর ড. আইনুন নিশাত বলেন, বিশ্ব উষ্ণায়নের কারণে গড় তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। তাপমাত্রা ২ ডিগ্রী বেড়ে গেলে আগামী সত্তরের দশক নাগাদ দেশে গম ও ধান উৎপাদনের ওপর মারাত্মক প্রভাব পড়বে। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় যথাযথ পদক্ষেপ নেয়া না হলে খাদ্য, পানি, এনার্জির নিরাপত্তার জন্য হুমকি হয়ে দেখা দেবে। এর পরিবর্তন বা ঝুঁকি মোকাবেলায় দুর্যোগ ব্যবস্থাপনার উন্নয়নের পাশাপাশি এ্যাডাপটেশনের (অভিযোজন) ওপর জোর দিতে হবে। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে আগামী ১৫ থেকে ২০ বছরের মধ্যে সমুদ্রের গড় উচ্চতা আরও বাড়বে। এ কারণে দেশের বিভিন্ন নদ-নদীর পানি ইতোমধ্যে লবণাক্ততায় আক্রান্ত হয়ে পড়ছে। বিশেষ করে গোপালগঞ্জ, ফেনী ও চাঁদপুর এলাকার নদীগুলোর পানি অধিক লবণাক্ত হয়ে পড়ায় পানের অনুপযুক্ত হয়ে পড়ছে। এর প্রভাবে রাজধানী ঢাকাসহ সারাদেশে গত বছর রোগের নতুন ডাইমেনশন দেখা দেয়। রাজধানীর অনেক লোক চিকুনগুনিয়ায় আক্রান্ত হচ্ছে। আগে এই ধরনের রোগের প্রভাব দেখা দেয়নি। এর পেছনে জলবায়ু পরিবর্তনের স্পষ্ট প্রভাব রয়েছে। দেশের ইকোসিস্টেমও দিন দিন নষ্ট হচ্ছে অথচ এর প্রভাব গুরুত্বসহকারে বিবেচনা করা হচ্ছে না। তাপমাত্রাও বাড়ছে। এই শতাব্দীর মধ্যে গড় তাপমাত্রা তিন ডিগ্রীর বেশি বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। আর এটা হলে দেশের সমগ্র কৃষি ব্যবস্থার ওপর হুমকি হয়ে দেখা দেবে। ’১৭ সালে অধিক বৃষ্টিপাতে দেশের আমন উৎপাদন কম হয়েছে। তিনি তার কি নোট পেপারে উল্লেখ করেন জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে ঝুঁকিপুর্ণ হয়ে পড়ছে দেশের উপকূলীয় এলাকা? উপকূলে এখন বড় ধরনের ঘূর্ণিঝড়ে আক্রান্তের হুমকির মধ্যে রয়েছে। এর ফলে দেশের উত্তরাঞ্চলে খরার প্রবণতা আশঙ্কাজনক হারে বাড়ছে। বর্ষা মৌসুমে নদীর পানি উপচে বন্যার সৃষ্টি হচ্ছে। অধিক হারে পানি উত্তোলনে বরেন্দ্র অঞ্চলে ভূগর্ভস্থ পানি আশঙ্কাজনক হারে নেমে যাচ্ছে। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের এই প্রভাব এখন ঋতুবৈচিত্র্যের ওপর স্পষ্টভাবে পড়ছে। ষড়ঋতুর এই দেশে ঋতুগুলো এখন আর স্পষ্ট করে চেনার উপায় নেই। কদম ফুল সাধারণত বর্ষায় ফুটলেও এখন বন্যায় কদম ফুলের দেখা মেলে না। শরতে ফুটছে শেফালী। এছাড়া অন্য ফসল উৎপাদনেও এর বৈচিত্র্য লক্ষ্য করা যাচ্ছে। তিনি বলেন, এর ফলে নদী ভাঙ্গন যেমন বাড়ছে, নৌ চলাচলও হুমকির মুখে পড়েছে। দুর্যোগ ঝুঁকি রোধে বন্যা নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা এবং নদী ভাঙ্গনরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের জোর দেন। তিনি উল্লেখ করেন, আমরা এখনও জানি না নদীর লবণাক্ততা কিভাবে রোধ করা সম্ভব। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা কিভাবে রোধ করা যাবে। তবে এসব ঝুঁকি মোকাবেলায় এখনই কার্যকর ব্যবস্থা নেয়ার কথা উল্লেখ করেন তিনি। তিনদিনের এই সম্মেলনে সামাজিক ও নীতিগত দিক এবং দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা বাস্তবায়নের জন্য প্রকৌশল ও প্রযুক্তি প্রয়োগের ওপর আলোকপাত করা হয়। ঝুঁকি, নিরাপত্তা এবং সম্ভাব্য বিপদের মূল্যায়ন, অভিযোজন, প্রতিরোধ, ক্ষয়ক্ষতি, প্রতিরোধ, সতর্কতা, সচেতনতা, জরুরী ব্যবস্থাপনা, পুনরুদ্ধার, পুনর্বাসন এবং জলবায়ু পরিবর্তন সম্পর্কিত বিষয়গুলো নিয়ে সম্মেলনের সব সেশন পরিচালিত হয়েছে। অনুষ্ঠানে জাপানী বিশেষজ্ঞরা বলেন, বাংলাদেশ সরকার দুর্যোগ ঝুঁকি মোকাবেলায় বিভিন্ন পদক্ষেপ নিয়েছে, যা প্রশংসার যোগ্য। ইতোমধ্যে দীর্ঘমেয়াদী ডেল্টা প্ল্যান হাতে নিয়েছে। দুর্যোগের ক্ষয়ক্ষতি কমিয়ে আনতেও সরকারের পদক্ষেপ উল্লেখযোগ্য। জলবায়ু পরিবর্তন রোধে সরকারের প্রস্তুতিও যথেষ্ট। এই প্রক্রিয়ায় সরকার দারিদ্র্য হ্রাসের ওপর বেশি গুরুত্বারোপ করেছে। তাদের জন্য বিভিন্ন জাতীয় এবং স্থায়ী বিভিন্ন কর্মপরিকল্পনা নেয়া হচ্ছে। সরকারের গৃহীত এই ব্যবস্থা দেশের টেকসই উন্নয়নে ভূমিকা রাখবে। জাপান সরকার জাইকার মাধ্যমে দুর্যোগ ঝুঁকি হ্রাসে সহায়তা দিয়ে যাচ্ছে। তারা বলেন, এই ধরনের সেমিনারের মাধ্যমে অভিজ্ঞতা বিনিময়ের ফলে দুর্যোগ মোকাবেলায় ভূমিকা রাখা সহজ। অনুষ্ঠানে বক্তৃতাকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচাপলক ব্রি. জে. আলী আহমেদ খান বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে রাজধানী ঝুঁকিপূর্ণ হয়ে পড়ছে। মূলত অপরিকল্পিত নগরায়ণে রাজধানীতে জলাবদ্ধতাসহ নানা সমস্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। শহর এলাকায় পর্যাপ্ত ড্রেনেজ সিস্টেম না থাকায় প্রতিবছর জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। তিনি বলেন, এসব সমস্যা মোকাবেলায় সরকারের পলিসি লেবেল থেকে শুরু করে সবাইকে সঠিক দায়িত্ব পালন করতে হবে। বুয়েটের উপাচার্য প্রফেসর ড. সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জাপানের রাষ্ট্রদূত হিরোয়াসু ইজুমি। অনুষ্ঠানে অন্যদের মধ্যে ইউনিভার্সিটি অব টোকিওর প্রফেসর ইমেরিটাস ড. কাজুও কোনাগাই, একই বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইন্ডাস্ট্রিয়াল সায়েন্স বিভাগের অধ্যাপক ড. কিমিরো মেগুরো, ফরাসী স্থপতি প্যাট্রিক কলোম্বেল, বুয়েট-জিডপাসের গবেষণা সহযোগী ড. জে.ডবিব্লউ.এফ উইরেজমা, ওসাকা ইউনিভার্সিটির অধ্যাপক ড. স্টেফানো সুকামোতো এবং ত্রিভুবন ইউনিভার্সিটি অব নেপালের এ্যাসিস্ট্যান্ট প্রফেসর ড. দীপক চামলাগাইন বক্তৃতা করেন। সম্মেলনে, ভারত, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা, তাজিকিস্তান, ফিলিপিন্সসহ বিভিন্ন দেশ থেকে প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। সাংবাদিক খুনেও দোষী সাব্যস্ত বিতর্কিত ধর্মগুরু রাম রহিম আশ্রমের ভেতরে দুই নারী ভক্তকে ধর্ষণের দায়ে বছরখানেকের বেশি সময় ধরে জেলে থাকা ভারতের বিতর্কিত ধর্মগুরু রাম রহিম সিং এবার সাংবাদিক রাম চন্দ্র ছত্রপতিকে খুন করার দায়ে দোষী সাব্যস্ত হয়েছেন। শুক্রবার হরিয়ানার বিশেষ আদালত তিন সহযোগীসহ তাকে দোষী সাব্যস্ত করে। ছত্রপতিকে গুলি করে হত্যার দায়ে আগামী বৃহস্পতিবার এ চারজনের সাজা ঘোষণা করা হবে। খবর এনডিটিভির। উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর সিরসায় ডেরা সাচ্চা সওদা আশ্রমের সদর দফতরে নারী নির্যাতনের ঘটনা সম্পর্কিত একটি চিঠি নিজের পত্রিকা ‘পুরা সাচ’-এ তুলে ধরেন রাম চন্দ্রের ছত্রপতি।
×