ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আফ্রিকায় সামরিক ঘাঁটি গাড়ছে রাশিয়া

প্রকাশিত: ০৩:৫৩, ১৩ জানুয়ারি ২০১৯

আফ্রিকায় সামরিক ঘাঁটি গাড়ছে রাশিয়া

মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে (সিএআর) সামরিক ঘাঁটি গড়ে তোলার কথা বিবেচনা করছে রাশিয়া। ইতোমধ্যে এক চুক্তির আওতায় দেশটির সেনাবাহিনীকে প্রশিক্ষণ দিচ্ছে রুশ সেনারা। -ইয়াহু নিউজ। মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের প্রতিরক্ষামন্ত্রী ম্যারি নোয়েলে কোইয়ারা জানান, গত আগস্ট মাসে মস্কো ও বাংগুইয়ের মধ্যে সই হওয়া চুক্তির আওতায় তাদের দেশে রুশ ঘাঁটি প্রতিষ্ঠা করা সম্ভব। কোইয়ারা বলেন, ‘আমরা সামরিক ঘাঁটি প্রতিষ্ঠার বিষয়ে সুনির্দিষ্টভাবে কিছু বলিনি তবে ওই চুক্তির আওতায় সামরিক ঘাঁটি প্রতিষ্ঠার সম্ভাবনা বাদ দেয়া হয়নি।’ প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘যদি আমাদের প্রেসিডেন্ট জাতির সর্বোচ্চ নেতা ও কমান্ডার হিসেবে সামরিক ঘাঁটি প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেন তাহলে সরকার তা বাস্তবায়ন করবে।’ তিনি আরও বলেন, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের সরকার ও সশস্ত্র সংগঠনগুলো আফ্রিকান ইউনিয়নের পৃষ্ঠপোষকতায় এ বিষয়ে আলোচনায় বসতে প্রস্তুত রয়েছে। নওয়াজের স্বাস্থ্য খারাপের দিকে ॥ দাবি মরিয়মের পাকিস্তানের লাহোর জেলে দ-প্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের স্বাস্থ্যের অবস্থা ক্রমাগত অবনতি হচ্ছে বলে শুক্রবার তার মেয়ে মরিয়ম নওয়াজ দাবি করেছেন। তিনি অভিযোগ করেন, কারা কর্তৃপক্ষ তার বাবার হৃদরোগ পরীক্ষা করার জন্য তার কার্ডিওলজিস্টকে অনুমতি দিচ্ছে না। -এনডিটিভি। মরিয়ম বলেন, তার বাবা হাতে ব্যথা অনুভব করছেন। যা অধিকাংশ ক্ষেত্রে এ্যাঞ্জিনার লক্ষণ। ব্যক্তিগত ডাক্তার দিয়ে তার পরীক্ষা করার দরকার, যারা তার রোগের ইতিহাস সম্পর্কে অবগত। এক কারা মুখপাত্র জানিয়েছেন, কারা ডাক্তাররা নওয়াজকে পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করেছেন। তার স্বাস্থ্য খুব ভাল আছে। নওয়াজ শরীফের স্বাস্থ্য ভাল আছে। টুইটারে মরিয়ম অভিযোগ করেন যে, তার বাবার কার্ডিওলজিস্ট চেষ্টা করেছেন কারাগারে তাকে দেখতে যেতে তবে তাকে অনুমতি দেয়া হয়নি। ৬৯ বয়সী নওয়াজ তিন বছর আগে লন্ডনে ওপেন হার্ট সার্জারি করান। এ্যাঞ্জিনা হচ্ছে হৃদপিণ্ডের একটি রোগ।
×