ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দেশ ছাড়তে চাওয়ার প্রবণতা বাড়ছে মার্কিনীদের

প্রকাশিত: ০৩:৫১, ১৩ জানুয়ারি ২০১৯

দেশ ছাড়তে চাওয়ার প্রবণতা বাড়ছে মার্কিনীদের

যুক্তরাষ্ট্রে অনুপ্রবেশ আটকাতে সীমান্তে দেয়াল তুলতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন বদ্ধপরিকর তখন দেশটির ১৬ শতাংশ মানুষ স্থায়ীভাবে বাইরে চলে যেতে আগ্রহী বলে একটি সমীক্ষায় উঠে এসেছে। জর্জ ডব্লিউ বুশের শাসনামলে এই পরিমাণ ছিল ১১ শতাংশ, বারাক ওবামার সময় ছিল ১০ শতাংশ। ডোনাল্ড ট্রাম্পের সময় সেটা ১৬ তে পৌঁছে রেকর্ড গড়েছে। গ্লোব এ্যান্ড মেল। ২০১৭ সালেও সংখ্যাটা কাছাকাছিই ছিল। দেশ ছাড়তে চাওয়া নাগরিকদের মধ্যে বেশিরভাগই নারী। সেটাও লক্ষণীয় বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বুশ বা ওবামার জামানায় দেশ ছাড়তে ইচ্ছুকদের মধ্যে নারী-পুরুষ প্রভেদ প্রকট ছিল না। কিন্তু ১৩ শতাংশ পুরুষের পাশে ২০ শতাংশ নারী দেশ ছাড়তে চান বলে জানিয়েছেন। তার মধ্যে আবার ৪০ শতাংশের বয়স ৩০-এর কম। একইভাবে সার্বিক অঙ্কেও কমবয়সীদের পাল্লা ভারি। ১৫ থেকে ২৯ বছর বয়সীদের মধ্যে ৩০ শতাংশই ইচ্ছুক বলে জানানো হয়েছে। দেশ ছাড়তে চাওয়া নাগরিকদের সংখ্যা বাড়ছে ট্রাম্পকে নিয়ে অসন্তোষের কারণেই। ট্রাম্পকে পছন্দ করেন না, এমন জনতার ২২ শতাংশ দেশ ছাড়তে চান।
×