ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

’২০ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে লড়তে চান তুলসি গ্যাবার্ড

প্রকাশিত: ০৩:৫১, ১৩ জানুয়ারি ২০১৯

’২০ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে লড়তে চান তুলসি গ্যাবার্ড

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের সদস্য তুলসি গ্যাবার্ড জানিয়েছেন, তিনি ২০২০ সালের প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে লড়াই করবেন। শুক্রবার সিএনএন এক প্রতিবেদনে এ কথা জানিয়েছে। হাওয়াই থেকে নির্বাচিত ডেমোক্র্যাট দলের সদস্য তুলসি। গার্ডিয়ান। সিএনএনকে দেয়া এক সাক্ষাতকারে তুলসি বলেন, আমি প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছি এবং আগামী সপ্তাহে আনুষ্ঠানিক ঘোষণা দেব। সাক্ষাতকারটি শনিবার সম্প্রচারিত হয়েছে। ৩৭ বছর বয়সী তুলসি ইরাক যুদ্ধের একজন যোদ্ধা, প্রথম হিন্দু নারী ও সামোয়া-আমেরিকান হিসেবে মার্কিন কংগ্রেসে নির্বাচিত প্রথম ব্যক্তি। তিনি জানান, তার প্রচারাভিযানে যে বিষয়টি মূল হিসেবে অগ্রাধিকার পাবে তা হল ‘যুদ্ধ ও শান্তি সমস্যা’। যদিও তার দফতরকে মন্তব্য করতে অনুরোধ করা হলে তারা কোন প্রতিক্রিয়া দেখায়নি। ডেমোক্র্যাটিক পার্টিতে কিছু উদারপন্থীর সঙ্গে তুলসিও জনপ্রিয়। সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহার শুরু সিরিয়া থেকে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানান দেশটিতে লড়াইরত মার্কিন নেতৃত্বাধীন জোটের এক মুখপাত্র। শুক্রবার কর্নেল সিয়ান রিয়ান বলেন, সিরিয়া থেকে আমাদের সেনা প্রত্যাহারের ইচ্ছা অনুযায়ী জোট প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু করেছে। তবে নিরাপত্তার কারণে আমরা নির্দিষ্ট সময়, জায়গা ও সেনাদের চলে যাওয়ার কথা বলতে পারছি না। খবর ইয়াহু নিউজ। গত মাসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরিয়ায় দায়িত্বরত দুই হাজার মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণা দেন। সিরিয়ায় মাথাচাড়া দিয়ে উঠা মধ্যপ্রাচ্য ভিত্তিক জঙ্গী দল ইসলামিক স্টেটকে (আইএস) নির্মূল করতে ২০১৪ সালে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন জোট সেখানে যুদ্ধ শুরু করে।
×