ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এই সময়ে গীতি কবি শামছ আরেফিন

প্রকাশিত: ০৩:৪৬, ১৩ জানুয়ারি ২০১৯

এই সময়ে গীতি কবি শামছ আরেফিন

সংস্কৃতি ডেস্ক ॥ নিভৃতচারী সংস্কৃতি প্রেমিক শামছ আরেফিন। বিধিবদ্ধ কাব্যচর্চার বাইরেও অন্যতম এক কাব্য প্রতিভা। ছোটবেলা থেকেই নিজের অনুভূতিগুলোকে কাব্যিক ছন্দমালায় গেঁথে রাখেন। সম্প্রতি শামছ আরেফিনের রচনায় শিল্পী আশিকের কণ্ঠে ‘জীবন জংশন’, গামছা পলাশের কণ্ঠে ‘রিপুর ফান্দে’ এবং রিংকুর কণ্ঠে ‘জিকির’ গানগুলোর মাধ্যমে সঙ্গীত অঙ্গনের অনেকের কাছেই তিনি একজন প্রতিশ্রুতিশীল গীতিকার হিসেবে পরিচিতি পেয়েছেন। সস্তা প্রেমের গানের ভিড়ে গতানুগতিক কথা থেকে বাইরে এসে মরমী ধারার এই গানগুলো শ্রোতারা বেশ ভালভাবেই গ্রহণ করেছে। গানগুলোর সুরকার ছিলেন হাবিব মোস্তফা ও সঙ্গীত পরিচালনা করেছেন অণু মোস্তাফিজ। বর্তমানে দেশের তারকা শিল্পীদের জন্য তার লেখা বেশ কয়েকটি গানের কাজ চলছে। আসছে একুশে বই মেলায় প্রকাশ হবে শামছ আরেফিনের প্রথম কাব্যগ্রন্থ- ‘লঙ্গনকন্যা’। শামছ আরেফিন বলেন, কৈশোর থেকে কাব্যচর্চা করলেও কখনও তা প্রকাশ করব এমন ভাবনা ছিল না। আমার সহধর্মিণী চৌধুরী জান্নাত রাখির উৎসাহে ৩২টি কবিতা দিয়ে বইটি সাজিয়েছি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে বইটিতে একটি কবিতা রয়েছে। ‘লঙ্গনকন্যা’য় আমি প্রাকৃতিক সৌন্দর্য-নদী-ফুল-ফল, জীবন ও সমাজ থেকে শুরু করে রাজনীতি বিষয়ে উপলদ্ধির প্রতিচ্ছবি একেছি। পাশাপাশি মানব মনের সহজাত প্রেম, মাতৃভূমির প্রতি নিখাঁদ ভালবাসার আল্পনা একান্ত চিত্রকল্পও স্থান পাবে বইটিতে। শ্রোতারা আমার গান তিনটি ভালভাবে গ্রহণ করেছেন দেখে নিজের ভেতরে অন্যরকম একটি অনুভূতি কাজ করেছে। তাদের ভালবাসা আমাকে সামনের দিকে এগিয়ে নিতে সাহায্য করবে।
×