ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ডিএমএসে ইমরান আনিসার ‘মেঘেরই খামে’

প্রকাশিত: ০৩:৪৬, ১৩ জানুয়ারি ২০১৯

ডিএমএসে ইমরান আনিসার ‘মেঘেরই খামে’

স্টাফ রিপোর্টার ॥ হালের ক্রেজ কণ্ঠশিল্পী ইমরান। শুধু কণ্ঠের জাদুই নয়, নিজের বিভিন্ন মিউজিক ভিডিওতে অভিনয় করে ভক্তদের কাছে নায়ক উপাধি পেয়েছেন। নিজের কণ্ঠশীলন, সুর সাধনা, সঙ্গীত পরিচালনা এবং মিউজিক ভিডিওতে অনবদ্য বিচরণের মাধ্যমে ইমরান মাহমুদুল নিজেকে সাফল্যের চূড়ায় নিয়ে গেছেন। অন্যদিকে আতিয়া আনিসা, ‘চ্যানেল আই সেরাকণ্ঠ’ এবং জি-বাংলার ‘সা রে গা মা পা’র মঞ্চে নিজের কণ্ঠের ধার প্রমাণ করেছেন। দুই বাংলার দর্শকশ্রোতার কাছে পরিচিত করেছেন নিজেকে। এবার এই দুই শিল্পী জুটি বেঁধে শ্রোতাদের কাছে নিয়ে আসছেন তাদের নতুন গান। ‘মেঘেরই খামে’ শিরোনামের গানটির কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। সুর ও সঙ্গীত ইমরানের। রোমন্টিক গল্পে গানটির ভিডিও নির্মাণ করেছেন ভিকি জাহেদ। শুধু গানের কণ্ঠেই জুটি বাঁধেননি তারা, ভিডিওতেও দেখা যাবে এই জুটির রসায়ন। যা ইমরান ভক্তদের জন্য নতুন বছরের প্রথম চমক । আর এই চমকটি শ্রোতাদর্শকদের জন্য নিয়ে আসছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)। গান এবং ভিডিও প্রসঙ্গে ইমরান বলেন, আমি বরাবরই নতুনদের সুযোগ দিতে পছন্দ করি। অনেকদিন ধরেই একটি ট্রেন্ডি টোন খুঁজছিলাম আমি। আনিসার টোনটা বেশ ট্রেন্ডি। তাই তাকে নেয়া। এটা আনিসার প্রথম মৌলিক গান। ওর জন্য সবাই দোয়া করবেন। মিষ্টি প্রেমের একটি রোমান্টিক ডুয়েট গান এটি। ভিডিওটিও হয়েছে গানের গল্পে। আশা করি সবার ভাললাগবে। ইমরানের সঙ্গে নিজের প্রথম মৌলিক গান। অনেকটা উচ্ছ্বাসিত আতিয়া আনিসা বলেন জীবনের প্রথম মৌলিক গান, প্রিয় শিল্পীর সঙ্গে এটা আমার কাছে স্বপ্নের মতো। আনন্দটা অন্যরকম। শুধু সবার দোয়া আর ভালবাসা নিয়ে পথ চলতে চাই সঙ্গীতাঙ্গনে। ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) জানায়, আগামী ১৭ জানুয়ারি বৃহস্পতিবার তাদের ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হবে ‘মেঘেরই খামে’ গানটির ভিডিও। পাশাপাশি গানটি শুনতে পাওযা যাবে ডিএমএস ওয়েব সাইট, জিপি মিউজিক এবং বাংলালিংক ভাইবে।
×