ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

স্বপ্নদলের ছয় দিনব্যাপী নাট্যাচার্য সেলিম আল দীন স্মরণোৎসব

প্রকাশিত: ০৩:৪৪, ১৩ জানুয়ারি ২০১৯

স্বপ্নদলের ছয় দিনব্যাপী নাট্যাচার্য সেলিম আল দীন স্মরণোৎসব

স্টাফ রিপোর্টার ॥ নাট্যাচার্য সেলিম আল দীনের ১১তম প্রয়াণবার্ষিকী স্মরণে নাট্যসংগঠন স্বপ্নদল শিল্পকলা একাডেমিতে ছয় দিনব্যাপী ‘নাট্যাচার্য সেলিম আল দীন স্মরণোৎসব-২০১৯’ শীর্ষক কর্মসুচী হাতে নিয়েছে। ‘ঐতিহ্যের ধারায় রবীন্দ্রনাথ-সেলিম আল দীন, গ্রহণশেষে বাংলা নাট্যের আসে নতুন দিন’ স্লোগানে নাট্যাচার্যকে নিয়ে স্বপ্নদলের নিয়মিত উৎসবের ১৯তম এ আসরে স্বপ্নদলের নাট্যপ্রযোজনা ‘হরগজ’ ও ‘চিত্রাঙ্গদা’ মঞ্চায়ন ছাড়াও থাকছে বিশেষ নাট্যকর্মশালা, স্মরণ-শোভাযাত্রা, সমাধিতে পুষ্পাঞ্জলি অর্পণ, নাট্যাচার্যের প্রতিকৃতিসহকারে শিল্পকলাচত্বর সজ্জা প্রভৃতি। উৎসবের প্রথম পর্ব চার দিনব্যাপী ‘রবীন্দ্রনাথ-সেলিম আল দীনের নাট্যদর্শন ও বাংলা নাট্যরীতি’ শীর্ষক কর্মশালা শুরু হয়েছে গত ১০ জানুয়ারি বৃহস্পতিবার। বাংলার হাজার বছরের নাট্য-ঐতিহ্য, উপনিবেশের কারণে বাংলার নাট্যধারাবাহিকতার মধ্যখ-ন, উপনিবেশ-উত্তরকালে বাংলা নাট্যরীতি সম্পর্কিত রবীন্দ্রনাথের সচেতনতা ও সেলিম আল দীনের কর্মপ্রয়াসে বাংলা নাট্যরীতির গগণসম বিস্তৃতি এবং বর্তমান সময়ে ঐতিহ্যের ধারার আধুনিক বাংলা নাট্যরীতি বিনির্মাণের প্রয়োজনীতা ও পদ্ধতি সম্পর্কিত এ বিশেষ কর্মশালায় অংশগ্রহণ করছেন ৩৫জন প্রশিক্ষণার্থী। কর্মশালার প্রধান প্রশিক্ষক জাহিদ রিপন এবং বিশেষ অতিথি প্রশিক্ষক হিসেবে থাকছেন নাট্যাচার্যের আজন্ম শিল্পসঙ্গী নাট্যজন নাসির উদ্দীন ইউসুফ। কর্মশালা শেষে আগামীকাল ১৪ জানুয়ারি সোমবার নাট্যাচার্যের প্রয়াণ দিবস সকালে থাকবে কর্মশালার প্রশিক্ষণার্থীসহ স্বপ্নদলের বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা থেকে বাসযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যাত্রা এবং সাড়ে ৯টায় ক্যাম্পাসের পুরাতন কলাভবন থেকে নাট্যাচার্যের সমাধি অভিমুখে স্মরণ-শোভাযাত্রা ও পুষ্পাঞ্জলি অর্পণ। এরপর সন্ধ্যা ৭টায় এক্সপেরিমেন্টাল থিয়েটারে রয়েছে স্বপ্নদল প্রযোজনা জাহিদ রিপনের নির্দেশনায় নাট্যাচার্য সেলিম আল দীনের কালজয়ী সৃষ্টি ‘হরগজ’ নাটকের মঞ্চায়ন। উৎসবের সমাপনী দিনে ১৫ জানুয়ারি মঙ্গলবার সন্ধ্যা ৭টায় স্টুডিও থিয়েটারে থাকছে স্বপ্নদল প্রযোজনা জাহিদ রিপনের নির্দেশনায় রবীন্দ্রনাথ ঠাকুরের অমর কাব্যনাট্য ‘চিত্রাঙ্গদা’ প্রযোজনার প্রদর্শনী। দীর্ঘদিন পূর্বে মানিকগঞ্জের হরগজে প্রলয়ঙ্করী টর্নেডোর অভিজ্ঞতা নিয়ে সেলিম আল দীন রচিত ‘হরগজ’ নাটকটি প্রায়-আণবিক বিস্ফোরণতুল্য ওই ঝড়ের পরে প্রথম-উদ্ধারকারী দলের ভাঙ্গাভুবনের রূপক হরগজে গমন এবং আকৃতির জগত থেকে তাদের হঠাৎ নিরাকৃতির জগতে উপস্থিত হওয়ার প্রতিক্রিয়া ও পরিণতি নিয়ে আবর্তিত।অন্যদিকে মহাভারতের উপাখ্যান অবলম্বনে পৌরাণিক কাহিনীর রূপকে আধুনিক সময়ে নারী-পুরুষের মনোদৈহিক টানাপড়েন এবং নারী-পুরুষের পারস্পরিক সম্মানবস্থানের প্রেরণারূপে রচিত রবীন্দ্রনাথের ‘চিত্রাঙ্গদা’। প্রসঙ্গত, স্বপ্নদলের ‘হরগজ’ এবং ‘চিত্রাঙ্গদা’- দুটি প্রযোজনাই ঐতিহ্যের ধারায় রবীন্দ্রনাথ-সেলিম আল দীন উদ্ভাবিত আধুনিক ‘বাংলা নাট্যরীত’-তে নির্মিত হয়েছে।
×