ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নওগাঁয় অটোভ্যান চালককে হত্যার চেষ্টা

প্রকাশিত: ০৬:৫৬, ১২ জানুয়ারি ২০১৯

 নওগাঁয় অটোভ্যান চালককে হত্যার চেষ্টা

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ১১ জানুয়ারি ॥ পোরশায় পূর্বশক্রতার জের ধরে এক অটোভ্যান চালককে ডেকে নিয়ে গিয়ে হত্যার চেষ্টায় ভ্যান চালক কামাল সরকার(৪৫) তিনজনকে আসামি করে থানায় একটি এজাহার দায়ের করেছেন। জানা গেছে, সোমবার সকাল সাড়ে ১০টায় উপজেলার গাঙ্গুরীয়া ইউপি’র আমদা গ্রামের মৃত আলাউদ্দীনের ছেলে আবুল কালাম সরকার প্রতিদিনের মতো তার নিজ মালিকানাধীন অটোভ্যান নিয়ে সূতরইল মোড়ে অবস্থান করছিল। এ সময় তেঁতুলিয়া ইউপির পূর্বগ্রামের মৃত নুরুল হকের ঘরজামাই কামাল অটোভ্যানে আমদা গ্রামে যাবে বলে কালামের অটোভ্যান ভাড়া করে এবং আমদা গ্রামের উদ্দেশ্য রওনা করে। যাওয়ার পথে সূতরইল মোড় থেকে প্রায় ৩শ’ গজ দূরে পূর্ব থেকে ওঁৎপেতে থাকা আমদা গ্রামের সাইদুর ইসলামের ছেলে জসিম(৩৫) ও জাহাঙ্গীর(২৫), পূর্ব গ্রামের আঃ রশিদের ছেলে রবিউল ইসলাম(২৮)সহ কামাল অটো চার্জারটি থামিয়ে দেয়। এ সময় তারা কালামকে জোরপূর্বক রাস্তার পাশে আম বাগানের মধ্যে হত্যার উদ্দেশে নিয়ে যায় ও তাকে এলোপাতাড়ি মারপিট করলে সে মাটিতে লুটিয়ে পড়ে। তারা তাকে শ্বাসরোধ করে মেরে ফেলার চেষ্টা করে। এ সময় কালাম সরকারের চিৎকার শুনতে পেয়ে আশপাশের গ্রাম থেকে লোকজন ছুটে এসে আহত অবস্থায় তাকে উদ্ধার করে এবং সে প্রাণে রক্ষা পায়।
×