ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নাশতা পৌঁছে দেবে পেপসিকোর রোবট

প্রকাশিত: ০৬:৩১, ১২ জানুয়ারি ২০১৯

 নাশতা পৌঁছে দেবে পেপসিকোর রোবট

স্ন্যাকস সরবরাহে রোবট ব্যবহারের ঘোষণা দিয়েছে পেপসিকো। মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ইউনিভার্সিটি অফ দ্য প্যাসিফিক ক্যাম্পাসে এই রোবট সরবরাহ সেবা চালু করবে প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠানের ‘হ্যালো গুডনেস’ প্রকল্পের ভেন্ডিং মেশিন থেকে বিভিন্ন ধরনের স্ন্যাকস ও পানীয় সরবরাহ করবে স্বয়ংক্রিয় রোবটগুলো। সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত শিক্ষার্থীরা আইওএস এ্যাপের মাধ্যমে ১৭৫ একর ক্যাম্পাসের মধ্যে খাবার অর্ডার করতে পারবেন বলে প্রতিবেদনে জানিয়েছে প্রযুক্তি সাইট ভার্জ। নতুন এই ‘স্ন্যাক্সবট’ আগে দেখা অন্যান্য সরবরাহ রোবটের মতোই। একবার পূর্ণ চার্জে ২০ মাইল চলবে রোবটগুলো। হেডলাইট ও ক্যামেরা লাগানো রয়েছে এতে। রোবট শিক্ষার্থীর কাছে গেলে সবুজ ঢাকনা খুলে এর থেকে খাবার নেওয়া যাবে। পেপসিকো’র দাবি তারাই সবচেয়ে বড় খাবার ও পানীয় সরবরাহ প্রতিষ্ঠান যারা রোবট দিয়ে সরবরাহ শুরু“করতে যাচ্ছে। আগের বছর ইউসি বার্কলেতে একই ধরনের সেবা চালু করেছে কিউই। ইউনিভার্সিটির শিক্ষার্থীদের কাছে এটি এতটাই পছন্দ হয়েছে যে ব্যাটারি ত্রুটির কারণে একটি রোবটে আগুন লাগার পর মোমবাতি জ্বালিয়ে এটির প্রতি সমবেদনা জানিয়েছে তারা।
×