ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

প্রতিদিন আড়াইশ’ শিশু চিকিৎসা নিচ্ছে খুলনা শিশু হাসপাতালে

প্রকাশিত: ০৪:৪৩, ১২ জানুয়ারি ২০১৯

 প্রতিদিন আড়াইশ’ শিশু চিকিৎসা নিচ্ছে খুলনা শিশু হাসপাতালে

স্টাফ রিপোর্টার ॥ দক্ষিণাঞ্চলে এবারের শীত মৌসুমে নিউমোনিয়া, সেপটিসেনিয়া রোগে আক্রান্ত হয়ে শিশুরা চিকিৎসা নিতে শহরের হাসপাতালে আসছে। গেল বছরের ১২ মাসে ১৭ হাজার শিশু এসব রোগে আক্রান্ত হয়। এ সময় মৃত্যু হয়েছে ৬৮০ জনের। এবারের শৈত্যপ্রবাহের মধ্যদিয়ে নিউমোনিয়া ও শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে প্রতিদিন গড়ে আড়াইশ’ শিশু খুলনা শিশু হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। সূত্রমতে, গত মাসে একদফা এবং জানুয়ারির শুরুতেই শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সময়ে দক্ষিণাঞ্চলের পিরোজপুর, বাগেরহাট, গোপালগঞ্জ, নড়াইল, সাতক্ষীরা ও খুলনার বিভিন্ন উপজেলা থেকে শিশুরা এসব রোগে আক্রান্ত হয়ে খুলনা শিশু হাসপাতালে ভর্তি হচ্ছে। খুলনা শিশু হাসপাতালের সূত্র জানায়, গত বছরের শেষ চার মাসের মধ্যে সেপ্টেম্বরে এক হাজার ৩৭০ শিশু নিউমোনিয়া ছাড়াও ডায়রিয়া, জন্ডিস, কফ এ্যান্ড কোল্ড, ফেনিনজাইটিস, নিউমোনাইটিস ইত্যাদি রোগে আক্রান্ত হয়ে এ হাসপাতালে চিকিৎসা নেয়। এ মাসেই মারা যায় ২৭ শিশু। অক্টোবরে ১ হাজার ৩৭৯জন আক্রান্ত হয়, মৃত্যু ৪৭, নবেম্বরে ১ হাজার ৪২৭জন আক্রান্ত হয়, মৃত্যু ৬০জন, ডিসেম্বরে আক্রান্ত ১ হাজার ৪৩৭জন আক্রান্ত হয়, মৃত্যু ৬১জনের। খুলনা শিশু হাসপাতালের রেকর্ড অনুযায়ী, ২০১৭ সালে ৬২৬ শিশুর মৃত্যু হয়। এদিকে, রোগীর চাপে হিমশিম খেয়ে শিশু হাসপাতাল কর্তৃপক্ষ এই মুহূর্তে হাসপাতালে রোগী ভর্তি করা যাবে না- মর্মে বিজ্ঞপ্তি টানিয়েছে। এতে বলা হয়েছে, ‘আন্তঃবিভাগে কোন বেড ও কেবিন খালি না থাকায় আমরা আন্তরিকভাবে দুঃখিত, ভর্তির জন্য প্রতিদিন সকালে ভর্তি কেন্দ্রে সিরিয়াল দিয়ে রাখুন, বেড খালি হওয়া সাপেক্ষে সিরিয়াল অনুযায়ী ভর্তি করা হবে’। এ বিষয়ে শিশু খুলনা শিশু হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মোঃ কামরুজ্জামান বলেন, ‘বর্তমানে হাসপাতালে রোগীর চাপ কিছুটা বেশি। কেবিন বা বেড খালি হওয়ার সঙ্গে সঙ্গেই আবার পূরণ হয়ে যায়। ফলে সামাল দিতে বেগ পেতে হয়। যে কারণে সিরিয়াল দিতে বিজ্ঞপ্তি টানানো হয়েছে। সিরিয়াল অনুযায়ী ভর্তি করা হয়ে থাকে। তারপরও সকল রোগীকেই সব ধরনের চিকিৎসাসেবা দেয়ার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।’
×