ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

শেখ হাসিনাকে রাষ্ট্রবিজ্ঞান সমিতির অভিনন্দন

প্রকাশিত: ০৪:২৯, ১২ জানুয়ারি ২০১৯

 শেখ হাসিনাকে রাষ্ট্রবিজ্ঞান সমিতির অভিনন্দন

চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ এবং নতুন মন্ত্রিপরিষদ গঠন করায় শেখ হাসিনা ও তাঁর সরকারকে রাষ্ট্রবিজ্ঞান সমিতি (রাস) আন্তরিক অভিনন্দন ও সাধুবাদ জানিয়েছে। সম্প্রতি সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে বলা হয়, গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়ে আমরা গর্বিত ও আনন্দিত। আমরা বিশ্বাস করি, এ বিজয় গণতন্ত্রের বিজয়। সব দলের অংশগ্রহণমূলক একটি নির্বাচন উপহার দিয়ে আপনি প্রমাণ করেছেন, সদিচ্ছা থাকলে দলীয় সরকারের অধীনে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান সম্ভব। বিবৃতিতে আরও বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার শান্তিপূর্ণ, সমৃদ্ধ, সুখী, উন্নত, অসাম্প্রদায়িক ও আধুনিক বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হবে। এবং নির্বাচনী ইশতেহারে বর্ণিত প্রতিটি গ্রামে নাগরিক সুবিধা পৌঁছে দেয়া, যুবসমাজকে দক্ষ জনশক্তিতে রূপান্তর এবং কর্মসংস্থান নিশ্চিত করাসহ আপনার দেয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ এক বিশেষ মর্যাদার আসনে আসীন হবে। -বিজ্ঞপ্তি
×