ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মাদুরোকে স্বীকৃতি দেবে না যুক্তরাষ্ট্র ॥ দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণ

প্রকাশিত: ০৪:২৪, ১২ জানুয়ারি ২০১৯

 মাদুরোকে স্বীকৃতি  দেবে না যুক্তরাষ্ট্র ॥  দ্বিতীয় মেয়াদে  দায়িত্ব গ্রহণ

যুক্তরাষ্ট্র বৃহস্পতিবার ভেনিজুয়েলীয় প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বৈধতা দিতে অস্বীকৃতি প্রকাশ করেছে এবং বিরোধী দলের ক্ষমতায়নের জন্য সরকারের সাধারণ কর্মচারীদের প্রতি আহ্বান জানিযেছে। মাদুরো প্রেসিডেন্ট হিসেবে বৃহস্পতিবার নতুন মেয়াদ শুরু করলে যুক্তরাষ্ট্র এ অস্বীকৃতি প্রকাশ করে। খবর এএফপির। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোস্টন বলেন, যুক্তরাষ্ট্র মাদুরোর একনায়কতন্ত্রের অবৈধ অভিষেককে স্বীকৃতি দেবে না। তিনি টুইটে লেখেন, আমরা এ দুর্নীতিগ্রস্ত প্রশাসনের ওপর চাপ বৃদ্ধি, গণতান্ত্রিক ন্যাশনাল এ্যাসেম্বলির প্রতি সমর্থন ও ভেনিজুয়েলায় গণতন্ত্র ও স্বাধিকার প্রতিষ্ঠার আহ্বান অব্যাহত রাখব। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও মাদুরোর সঙ্গে নয়, জাতীয় পরিষদের সঙ্গে কাজ করার জন্য ভেনিজুয়েলীয়দের প্রতি আহ্বান জানিয়েছেন। জাতীয় পরিষদ বিরোধী দলের নিয়ন্ত্রণে রয়েছে কিন্তু মাদুরো সরকার গঠিত একটি নতুন শাসনতান্ত্রিক পরিষদ তাদের পাশ কেটে যাচ্ছে। পম্পেও এক বিবৃতিতে বলেন, খাদ্য ভর্তুকির ওপর বেঁচে থাকা দিনশ্রমিক থেকে শুরু করে শাসনতন্ত্রের প্রতি সমর্থনে শপথ গ্রহণকারী ভেনিজুয়েলীয় নিরাপত্তা বাহিনীর সদস্য পর্যন্ত যাদের সমর্থন রয়েছে এ প্রশাসনের প্রতি প্রত্যেকের কাছে আমরা আহ্বান জানাচ্ছি এ দমন ও দুর্নীতি রোধের জন্য এবং জাতীয় পরিষদের সঙ্গে ও এর যথাযথভাবে নির্বাচিত নেতা জুয়ান গুয়াইডোর সঙ্গে কাজ করার জন্য। তিনি বলেন, ভেনিজুয়েলার জনগণও আন্তর্জাতিক সম্প্রদায় আপনাদের কর্মকান্ড স্মরণ করবে এবং তা বিবেচনায় নেবে। তিনি বলেন, মাদুরোর একনায়কতন্ত্র সম্পর্কে মানুষকে বোঝানোর সময় এখনই এবং ভেনিজুয়েলায় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠারও এখনই সময়।
×