ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কলকাতায় গ্রেফতার বাংলাদেশী রিমান্ডে

প্রকাশিত: ০৮:০৯, ১১ জানুয়ারি ২০১৯

কলকাতায় গ্রেফতার বাংলাদেশী রিমান্ডে

জনকণ্ঠ ডেস্ক ॥ কলকাতায় সন্দেহভাজন এক বাংলাদেশীকে গ্রেফতার করে রিমান্ডে নেয়া হয়েছে। সেখানকার পুলিশ জানিয়েছে, গ্রেফতার ব্যক্তি কোন জঙ্গী সংগঠনের সঙ্গে জড়িত কি না, তা জানতে ১৯ জানুয়ারি পর্যন্ত রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হবে। তিনি নিজেকে বাংলাদেশের পরাজিত সাংসদ প্রার্থী বলে দাবি করেছেন। খবর ওয়েবসাইটের। গত মঙ্গলবার বিকেলে ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডের সদর দফতর কলকাতার ফোর্ট উইলিয়ামের সামনে থেকে ওই ব্যক্তিকে গ্রেফতার করে হেস্টিংস থানার পুলিশ। পুলিশ বলছে, ফোর্টের সামনে দীর্ঘ সময় অপেক্ষা করতে দেখে ওই ব্যক্তিকে সন্দেহ হয়। তিনি ভারতে প্রবেশের কোন বৈধ কাগজপত্র বা পাসপোর্ট দেখাতে পারেননি। গ্রেফতার ব্যক্তি নিজের নাম নূর আলম মৃধা, বাড়ি বাংলাদেশের নড়াইলে বলে জানিয়েছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দাবি করেছেন, বাংলাদেশের এ বছরের জাতীয় সংসদ নির্বচনে তিনি প্রার্থী হয়ে হেরে যান। এরপর কয়েক দিন আগে তিনি পালিয়ে কলকাতায় আসেন। গ্রেফতার ওই ব্যক্তি পুলিশকে আরও জানিয়েছেন, তিনি তার পরিচিত একজনের জন্য ফোর্টের সামনে অপেক্ষা করছিলেন। এখান থেকেই তাকে ওই ব্যক্তির অন্যত্র নিয়ে যাওয়ার কথা ছিল। পুলিশ বলছে, তারা এখন সংশ্লিষ্ট ব্যক্তির খোঁজ করছে। পুলিশ আরও বলেছে, জেরার সময় ওই ব্যক্তির কথায় অসঙ্গতি পাওয়া গেছে। বুধবার তাকে কলকাতার নগর দায়রা আদালতে নেয়া হয়। আদালত ১৯ জানুয়ারি পর্যন্ত পুলিশি হেফাজতে রেখে ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন।
×