ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নতুন গবেষণা

প্রকাশিত: ০৬:২৮, ১১ জানুয়ারি ২০১৯

 নতুন গবেষণা

ভার্চুয়াল কাউন্সিলর সংসারের নানা সঙ্কট ও সমস্যায় মানুষের মতোই পরামর্শ দিতে পারে ‘ওয়েবটস’। মানুষের আদলে তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির এই ভার্চুয়াল কাউন্সিলর অনলাইনে পরামর্শ দিতে পারে। পরামর্শ প্রতিষ্ঠানে দক্ষ কর্মীর সঙ্কট কাটাতে শীঘ্রই ভার্চুয়াল কাউন্সিলর সেবা চালু করবে যুক্তরাষ্ট্রের পরামর্শক প্রতিষ্ঠান রিলেট। সেন্সর প্রযুক্তির কীবোর্ড গতানুগতিক কীবোর্ডের বদলে আরাম করে টাইপ করার সুযোগ দেবে ‘মডেল ১’। কাঠের তৈরি কীবোর্ডটির দুটি অংশ। এতে রয়েছে ওয়াইফাই ও সেন্সর সুবিধা। চাইলেই আলাদা করে দুই হাতে আলাদা অংশ দুটিতে টাইপ করার সুযোগ মিলে থাকে। তৈরি করেছে কীবোর্ডিও। দাম পড়বে ৩২৯ ডলার। সূত্র : সায়েন্স ডেইলি
×