ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ফ্যাশন সংবাদ

প্রকাশিত: ০৫:৪১, ১১ জানুয়ারি ২০১৯

ফ্যাশন সংবাদ

ক্যাটস আই শীতের মেনজ ফ্যাশন এবার ক্যাটস আই করেছে আরও উৎসবমুখর এবং সান্ধ্যকালীন পার্টি উপযোগী। কিছু প্যালেট, প্যাটার্ন পরিবর্তিতভাবে পোশাককে করেছে গর্জাস। সমকালীন মেনজ ফ্যাশনে এবার থাকছে ট্রেন্ডি জ্যাকেট, ফরমাল স্যুট, ব্লেজার, ট্রাউজার এবং সোয়েটার। ডিজাইন এবং প্যাটার্নে থাকছে বৈচিত্র্যতা। ক্যাটস আই এর পরিচালক ও ডিজাইনার সাদিক কুদ্দুস জানান, ক্যাটস আই এ লাইন প্যাটার্নে গর্জাস সান্ধ্যকালীন শেরওয়ানি তৈরি করেছে। ফরমাল ও ক্যাজুয়াল স্যুটও থাকছে শীতের উপযোগী এবং প্রিমিয়াম কোয়ালিটির। শীতের লেয়ারিং ফ্যাশনে দ্যুতি ছড়াবে ক্যাটস আইয়ের শীত পোশাকগুলো। তাই হোম ডেলিভারি সুবিধাসহ শপিংয়ের জন্য ঢু মারতে পারেন www.catseye.com.bd ঠিকানায়। এছাড়া নতুন পণ্যের নিয়মিত ছবিসহ আপডেট থাকবে ক্যাটস আই ভেরিফাইড ফেসবুক ফ্যান পেজেও। দেশীদশ দেশের অন্যতম দশটি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ দেশীদশ। দেশীয় ফ্যাশন শিল্প যাদের কাজের মূল ভিত্তি। নতুন বছরের শুরুতেই সম্মানিত ক্রেতা সাধারণকে উপহার দিচ্ছে ৭০% পর্যন্ত বিশেষ মূল্য ছাড়। বাছাই করে নয়, সকল পণ্যে। অফারটি চলবে ২৬ জানুয়ারি পর্যন্ত সকল দেশীদশ আউটলেটে। একইসঙ্গে পাচ্ছেন দেশীয় ফ্যাশন শিল্পের অন্যতম ফ্যাশন হাউস নিপুণ, কেক্র্যাফট, অঞ্জন’স, রং বাংলাদেশ, বাংলার মেলা, সাদাকালো, বিবিআনা, দেশাল, নগরদোলা ও সৃষ্টি । ব্যাঙ যে কোন উৎসবকে নান্দনিক করতে ফ্যাশন আউটলেট ব্যাঙ উৎসবনির্ভর পোশাকের আয়োজন করে। বরাবরের মতো এবারও ব্যাঙ শীতকে মুখর করতে আরামদায়ক পোশাক তৈরিতে ব্যস্ত। ঋতু বৈচিত্র্যতায় শীত মানুষের অন্যতম পছন্দের ঋতু। ব্যাঙ শীত ঋতু উপযোগী বেশ রুচিশীল ও উৎসবনির্ভর পোশাক তৈরি করছে। ব্যাঙ নিজের সৃজনশীলতায় তৈরি করছে একদম আলাদা স্টাইলের পোশাক। ব্যাঙের শীত ঋতুর পোশাকগুলোতে ফুটে উঠেছে বর্তমান ট্রাডিশন। দেশের বৃহৎ পছন্দের ব্র্যান্ড ব্যাঙ এ ক্রেতাদের ক্রয়ক্ষমতার কথা মাথায় রেখে মূল্য নির্ধারণ করেছে। শীতের এই হাওয়ায় নিজেকে মানানসই করে তুলে ধরতে বেছে নিন পছন্দের পোশাকটি। ব্যাঙে পাবেন আধুনিক ফ্যাশনেবল ক্যাজুয়াল বা ফরমাল ফুলহাতা শার্ট, ব্লেজার, হুডি, ফুলহাতা টি-শার্ট, পলোশার্ট, জিন্স প্যান্ট, গ্যাবার্ডিন প্যান্ট, ফতুয়া, কাতুয়া, পাঞ্জাবিসহ নানারকম মানানসই পোশাক।
×