ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

১৬ জানুয়ারি খালেদা জিয়াকে আদালতে হাজির হওয়ার নির্দেশ

প্রকাশিত: ০৫:১৮, ১১ জানুয়ারি ২০১৯

 ১৬ জানুয়ারি খালেদা জিয়াকে আদালতে হাজির হওয়ার নির্দেশ

স্টাফ রিপোর্টার ॥ গ্যাটকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে আগামী ১৬ জানুয়ারি আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে আদালত। সে লক্ষ্যে খালেদা জিয়াকে কারাগার থেকে আদালতে হাজির করার জন্য প্রোডাকশন ওয়ারেন্ট জারি করেছে আদালত। বকশীবাজারের আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক আবু সৈয়দ দিলজার বৃহস্পতিবার এই আদেশ দেন। এদিন, শুনানি পেছানোর জন্য সময়ের আবেদন করেন আইনজীবী জয়নুল আবেদীন মেজবাহ। অপরদিকে, রাষ্ট্রপক্ষের আইনজীবী মোশাররফ হোসেন কাজল খালেদা জিয়াকে হাজির করার জন্য প্রডাকশন ওয়ারেন্ট জারির আবেদন করেন। দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল সময় আবেদনের বিরোধিতা করে বলেন, ‘মামলাটি স্থগিতের আদেশ শেষ হয়ে গেছে। উচ্চ আদালত ছয় মাসের মধ্যে নিষ্পত্তি করতে নির্দেশ দিয়েছে। তাই চার্জ গঠন করা হোক। একইসঙ্গে খালেদা জিয়া কারাগারে থাকায় তাকে আদালতে হাজির করার জন্য প্রোডাকশন ওয়ারেন্ট করারও আবেদন করেন দুদকের এ আইনজীবী। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক চার্জ গঠন ও প্রোডাকশন ওয়ারেন্ট জারির জন্য ১৬ জানুয়ারি দিন ধার্য করেন।
×