ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

তারেকের এপিএস অপু রিমান্ডে

প্রকাশিত: ০৫:১৫, ১১ জানুয়ারি ২০১৯

 তারেকের এপিএস অপু রিমান্ডে

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর মতিঝিল থেকে আট কোটি টাকা উদ্ধারের মামলায় গ্রেফতার বিএনপি নেতা নূরউদ্দিন আহমেদ অপুর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। অপু এবার শরীয়তপুর-৩ আসনে বিএনপির প্রার্থী ছিলেন। তিনি যুক্তরাজ্যে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাবেক এপিএস। দশ দিনের রিমান্ড আবেদনের শুনানি শেষে বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম শারাফুজ্জামান আনসারী বিএনপি নেতা অপুকে রিমান্ডের এই আদেশ দেন। এর আগে এদিন মামলাটির তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক আশরাফুল ইসলাম মানিলন্ডারিং ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় মিয়া নূরউদ্দিন অপুকে আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে ১০ দিন রিমান্ড চেয়ে আবেদন করেন। আসামি পক্ষের আইনজীবী তরিকুল ইসলামসহ আরও অনেকেই জামিন চেয়ে শুনানি করেন। অপরদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নাকচ ও রিমান্ড আবেদন মঞ্জুর করেন। রাষ্ট্রপক্ষে সহকারী পাবলিক প্রসিকিউটর আজাদ রহমান জানান, উদ্ধার করা টাকা একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে প্রভাবিত করার কাজে ব্যবহার করার পরিকল্পনা ছিল। এ বিষয়ে কারা কারা জড়িত। সেটিই বের করা দরকার।
×