ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

এরশাদ বিরোধী নেতা, কাদের উপনেতা ॥ স্পীকারের অনুমোদন

প্রকাশিত: ০৫:১২, ১১ জানুয়ারি ২০১৯

 এরশাদ বিরোধী  নেতা, কাদের উপনেতা ॥ স্পীকারের অনুমোদন

স্টাফ রিপোর্টার ॥ একাদশ সংসদ নির্বাচনের পর জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদকে সংসদের বিরোধী দলীয় নেতা এবং গোলাম মোহাম্মদ কাদেরকে উপনেতা হিসেবে দায়িত্ব পালনের অনুমোদন দিয়েছেন স্পীকার শিরীন শারমিন চৌধুরী। বৃহস্পতিবার সংসদ সচিবালয় থেকে জানানো হয়েছে, কার্যপ্রণালী বিধি ও এ সংক্রান্ত আইন অনুযায়ী স্পীকার এ অনুমোদন দিয়েছেন। এর আগে বুধবার এরশাদকে বিরোধী দলের নেতা ও জিএম কাদেরকে সংসদ উপনেতা করে প্রজ্ঞাপন জারি করে জাতীয় সংসদ সচিবালয়। গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করেছে আওয়ামী লীগ। ২৯৮ আসনের মধ্যে আওয়ামী লীগ এককভাবে ২৫৭টি আসন পায়। আর তাদের জোট সঙ্গীদের মধ্যে জাতীয় পার্টি ২২টি এবং শরিক অন্য দলগুলো আটটি আসন পায়। অন্যদিকে বিএনপিকে নিয়ে গঠিত জাতীয় ঐক্যফ্রন্ট সব মিলিয়ে সাতটি আসন পাওয়ায় তাদের সংসদে প্রধান বিরোধী দল হওয়ার সম্ভাবনাও শেষ হয়ে যায়। আওয়ামী লীগ ও শরিক দলের নির্বাচিতরা গত ৩ জানুয়ারি সংসদ সদস্য হিসেবে শপথ নিলেও ভোটের ফল প্রত্যাখ্যান করা বিএনপি ও তাদের শরিকরা শপথ না নেয়ার কথা বলে আসছে। গতবার বিরোধী দলের পাশাপাশি সরকারের মন্ত্রিসভাতেও ছিল জাতীয় পার্টি। এ কারণে ‘গৃহপালিত বিরোধী দল’ আখ্যা পেতে হয়েছিল এরশাদের দলকে। এবার জাতীয় পার্টি বা মহাজোটের শরিক অন্য কোন দলের কেউ আওয়ামী লীগের সরকারে জায়গা পায়নি।
×