ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

উচ্চশিক্ষায় সহায়তায় আগ্রহী ইইউ

প্রকাশিত: ০৫:১১, ১১ জানুয়ারি ২০১৯

 উচ্চশিক্ষায় সহায়তায় আগ্রহী ইইউ

স্টাফ রিপোর্টার ॥ ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশে উচ্চশিক্ষার মানোন্নয়নে ব্যাপকভাবে কাজ করতে আগ্রহী। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নানের সঙ্গে সাক্ষাত করে এ আগ্রহের কথা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধি দল। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বাংলাদেশে ইইউ’র ফাস্ট কাউন্সিলর মিস দোয়ার্তে বোসে। সভায় মিস দোয়ার্তে বাংলাদেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের সক্ষমতা, ইন্টারন্যাশনাল ক্রেডিট ট্রান্সফার এবং ইরাসমাস মুন্ডাস স্কলারশিপ নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, বাংলাদেশের শিক্ষার্থীরা ইরাসমাস মুন্ডাস স্কলারশিপ থেকে ব্যাপকভাবে উপকৃত হচ্ছে। ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের উচ্চশিক্ষার মানোন্নয়নে ব্যাপকভাবে কাজ করতে আগ্রহী। এ লক্ষ্যে ইউজিসি চেয়ারম্যানের কাছে প্রয়োজনীয় সহযোগিতা প্রত্যাশা করেন তিনি।
×