ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চলতি অর্থবছরে প্রবৃদ্ধি হবে ৮ শতাংশের ওপরে ॥ অর্থমন্ত্রী

প্রকাশিত: ০৫:১১, ১১ জানুয়ারি ২০১৯

 চলতি অর্থবছরে প্রবৃদ্ধি  হবে ৮ শতাংশের  ওপরে ॥ অর্থমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, গোপালগঞ্জ, ১০ জানুয়ারি ॥ বিশ্বব্যাংক সবসময়ই আমাদের জিডিপির গ্রোথ নম্বরটা কনজারভেটিভলি এস্টিমেট করে। তারা কখনই বলত না আমাদের জিডিপির প্রবৃদ্ধি সাড়ে ৬ ভাগের ওপরে হবে। এবারে তারাই বলছে আমাদের প্রবৃদ্ধি ৭ ভাগের ওপরে হবে। তবে আমরা আশা করছি চলতি বছরে আমরা ৮.২৫ থেকে ৮.৩০ ভাগ প্রবৃদ্ধি অর্জন করতে পারব। এ বছর আমাদের যে অর্জন হবে, সেটা হবে হাইয়েস্ট গ্রোথ ইন দ্য ওয়ার্ল্ড। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এসব কথা বলেন। এদিকে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল হওয়ার কোন সম্ভাবনা নেই।
×