ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

কুমিল্লায় নির্বাচনী সহিসংতায় আহত আওয়ামী লীগ নেতার মৃত্যু

প্রকাশিত: ০৫:১০, ১১ জানুয়ারি ২০১৯

 কুমিল্লায় নির্বাচনী  সহিসংতায় আহত আওয়ামী লীগ  নেতার মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ১০ জানুয়ারি ॥ কুমিল্লায় নির্বাচনী সহিসংতায় গুরুতর আহত আওয়ামী লীগ নেতা ফয়জুল্লাহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে মারা গেছেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন জেলার লাকসাম উপজেলার ১নং বাকই ইউনিয়নের কৈত্রা ভোটকেন্দ্রে বিএনপি কর্মীদের হামলায় তিনি আহত হয়েছিলেন বলে তার পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় ৯ জনকে এজাহার নামীয় ও ৪/৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে লাকসাম থানায় মামলা দায়েরের পর ৩ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন থানার ওসি মনোজ কুমার দে। এ নিয়ে কুমিল্লায় নির্বাচনের দিন সহিংসতায় মৃতের সংখ্যা ৪ জনে দাঁড়াল। পুলিশ ও মামলার অভিযোগে জানা যায়, গত ৩০ ডিসেম্বর সংসদ নির্বাচনের ভোট চলাকালে বাড়ির পাশে কৈত্রা সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে বিএনপি কর্মীদের হামলায় আহত হয়েছিলেন লাকসাম উপজেলার বাকই ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ ফয়জুল্লাহ। তাকে উদ্ধার করে প্রথমে কুমিল্লার একটি হাসপাতাল এবং পরে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে তার মৃত্যু হয়। এর আগে ওই হামলার ঘটনায় ভোটের দিন রাতে নিহতের ছেলে ফয়সাল বাদী হয়ে স্থানীয় বিএনপি কর্মী নাছির উদ্দিনসহ ৯ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরও ৪/৫ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে। ওই মামলায় এরই মধ্যে পুলিশ ৩ জনকে গ্রেফতার করেছে।
×