ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

আমরা বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াব ॥ নৌ প্রতিমন্ত্রী

প্রকাশিত: ০৫:১০, ১১ জানুয়ারি ২০১৯

 আমরা বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াব ॥ নৌ প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার ॥ নৌপরিবহন খাতের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার মন্ত্রণালয়ের সভাকক্ষে নতুন প্রতিমন্ত্রী হিসেবে শুভেচ্ছা গ্রহণের সময় এই আহ্বান জানান তিনি। খালিদ মাহমুদ চৌধুরী বলেন, দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নে নৌপরিবহন মন্ত্রণালয়ের ভূমিকা অপরিসীম। উন্নয়নের ক্ষেত্রে চট্টগ্রাম, মোংলা ও পায়রা বন্দর, নদী বন্দর এবং স্থলবন্দরগুলোর ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। প্রতিমন্ত্রী নৌপরিবহন মন্ত্রণালয়ের বিগত ১০ বছরের অভাবনীয় সাফল্যের প্রশংসা করেন। তিনি বলেন, বাঙালী বীরের জাতি। সকলে উদ্যমী হয়ে কাজ করে আমরা বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াব। নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আমরা কাজ করব। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সার্বিক দিকনির্দেশনায় দেশপ্রেম নিয়ে আমাদের কাজ করতে হবে। প্রতিমন্ত্রী বলেন, গত ৩০ ডিসেম্বর নির্বাচন দেশের উন্নয়নের ক্ষেত্রে একটি টার্নিং পয়েন্ট। উন্নয়নের ক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের কোন বিকল্প নেই। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
×