ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সর্বজনীন স্বাস্থ্যসেবায় গুরুত্ব দেবে সরকার ॥ মালেক

প্রকাশিত: ০৫:০৯, ১১ জানুয়ারি ২০১৯

 সর্বজনীন স্বাস্থ্যসেবায় গুরুত্ব দেবে  সরকার ॥ মালেক

স্টাফ রিপোর্টার ॥ চিকিৎসার জন্য বিদেশমুখী হওয়ার প্রবণতা কমাতে দেশের স্বাস্থ্য ব্যবস্থাপনার ওপর জনগণের আস্থাকে আরও মজবুত করার লক্ষ্যে সরকার কাজ করবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, প্রত্যেক মানুষের কাছে মানসম্মত স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে সর্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করার উপরও সরকার গুরুত্ব দিবে। বৃহস্পতিবার ঢাকা মেডিক্যাল কলেজের (ঢামেক) শহীদ মিলন হল মিলনায়তনে ২০১৮-১৯ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া নতুন শিক্ষার্থীদের বরণ এবং শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ঢামেকের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে স্বাস্থ্য প্রতিমন্ত্রী মোঃ মুরাদ হাসান, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মোঃ আসাদুল ইসলাম, স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব জিএম সালেহ উদ্দিন, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডাঃ আবুল কালাম আজাদ, ঢামেক হাসপাতালের পরিচালক ব্রি. জে. নাসির উদ্দিন বক্তৃতা করেন। অনুষ্ঠানে ঢামেক অধ্যক্ষ এমবিবিএস কোর্সের ৭৬ ব্যাচের নতুন শিক্ষার্থীদের শপথ পাঠ করান। নির্বাচনী ইশতেহার অনুযায়ী ৬৫ বছরের উর্ধে সকল বয়স্ক ব্যক্তির জন্য বিনামূল্যে চিকিৎসা নিশ্চিত করার উদ্যোগ নেয়া হবে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, শীঘ্রই এ লক্ষ্যে কাজ শুরু করবে সরকার। তিনি বলেন, প্রতি বিভাগে ক্যান্সার হাসপাতাল স্থাপনের উদ্যোগ নেয়ার পাশাপাশি প্রতিটি মেডিক্যাল কলেজ হাসপাতাল ও জেলা সদর হাসপাতালে ১০ শয্যা বিশিষ্ট কিডনী ইউনিট স্থাপন করা হবে। এ প্রসঙ্গে মন্ত্রী তিনি বলেন, সমগ্র বিশ্বের মতো বাংলাদেশকেও অসংক্রামক রোগের ব্যাপকতার চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে।
×